For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Virat Kohli Birthday: কয়েক ঘণ্টা পরেই ৩৪-এ পা দেবেন বিরাট, নজর রাখুন কোহলির সেরা পাঁচটি কৃতিত্বের দিকে

Virat Kohli Birthday: কয়েক ঘণ্টা পরেই ৩৪-এ পা দেবেন বিরাট, নজর রাখুল কোহলি সেরা পাঁচটি কৃতিত্বের দিকে

Google Oneindia Bengali News

রাত পোহালেই ৩৪ বছরে পা দেবেন বিরাট কোহলি। তবে, পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করার সুযোগ নেই, অস্ট্রেলিয়ায় দেশকে বিশ্বকাপে সাফল্য এনে দেওয়ার লক্ষ্য ব্রতী বিরাট। তাঁর ৩৪তম জন্মদিনের আগে দেখে নিন কোহলির সেরা পাঁচটি রেকর্ড।

ভারতের সফলতম টেস্ট অধিনায়ক:

ভারতের সফলতম টেস্ট অধিনায়ক:

আইসিসি ইভেন্ট কিংবা বড় মঞ্চে বিশেষ কোনও সাফল্য ভারতকে এনে দিতে না পারলেও দেশের সফলতম টেস্ট অধিনায়ক বিরাট। ৫৬টি টেস্টের মধ্যে ৩৮টি ম্যাচে ভারত জয় পেয়েছে তাঁর নেতৃত্বে। পর পর ৯টি টেস্ট সিরিজ জেতার নজির রয়েছে বিরাটের। তবে, তাঁর অনেক আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কিংবদন্তি রিকি পন্টিং। ফলে এমন কোনও বিশেষ কাজ করে তিনি দেখিয়েছেন একেবারেই সেই রকম বিষয় নয়। তবে, তাঁর নেতৃত্বে ভারতের এই সাফল্য অবশ্যই প্রশংসনীয়।

এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট জয়:

এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট জয়:

এশিয়ার প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে টেস্ট সিরিজে পরাজিত করেছে ভারত। ২০২১৮-১৯-এ বিরাট কোহলির নেতৃত্বে এই সাফল্য পায় ভারত। এশিয়া থেকে তিনিই প্রথম অধিনায়ক যিনি অস্ট্রেলিয়াকে তাদেরই দেশে টেস্ট সিরিজে পরাজিত করেন। বিরাটের অনেক আগে ক্রিকেট বিশ্বের অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় এই কৃতিত্ব অর্জন করতে পারতেন যদি ভাগ্যের অল্প সহায়তা পেতেন তিনি।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী:

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী:

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট। ১১৩ ম্যাচে ৩৯৩২ রান করেছেন কোহলি। ১৩৮.৪৫ স্ট্রাইক রেটে তাঁর ব্যাটিং গড় ৫৩.১৩। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে ৩৬টি অর্ধ-শতরান এবূং একটি শতরান রয়েছে তাঁর।

দ্রুততম দশ হাজার রান সংগ্রহকারী:

দ্রুততম দশ হাজার রান সংগ্রহকারী:

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দশ হাজার রান সংগ্রহকারী ক্রিকেটার বিরাট কোহলি। ২০৫ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন বিরাট কোহলি। তিনি পিছনে ফেলে দিয়েছেন সচিন তেন্ডুলকর (২৫৯ ইনিংস) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

৭১টি আন্তর্জাতিক শতরান:

৭১টি আন্তর্জাতিক শতরান:

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান রয়েছে মহানক্ষত্র সচিন তেন্ডুলকরের। টেস্ট এবং ওডিআই ক্রিকেট মিলিয়ে ১০০টি শতরান করেছেন সচিন। সচিনের ধারে কাছে না থাকলেও বিরাট কোহলিও আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের বিচারে নিজে একটা সম্ভ্রম আদায় করে নেওয়ার মতো জায়গায় রয়েছেন। মোট ৪৭৭টি আন্তর্জাতিক ম্যাচে ৭১টি শতরান পেয়েছেন বিরাট। সচিনের থেকে ২৯টি শতরান দূরে। বিরাট কোহলির ভক্তরা আশা করেন তিনি 'ক্রিকেট ঈশ্বর'কে ছাপিয়ে যাবেন, শুধু তাঁর অনুরাগীরাই নন, অনেক বিশেষজ্ঞও এমনটা মন করেন। কিন্তু মনে রাখতে হবে সচিনকে ছাপাতে গেলে টপ ফর্মে থেকে প্রতিটা ম্যাচ খেলতে হবে বিরাটকে। ৩৪ বছরে পা দেওয়া বিরাট কেরিয়ারের শেষের দিকে এসে ধারাবাহিক ভাবে টপ ফর্মে খেলতে পারেন কি না তার জবাব সময়ই দেবে।

লিটলের হ্যাটট্রিকে টি ২০ বিশ্বকাপে ইতিহাস তৈরি করেছে আয়ারল্যান্ড, দেখে নিন সেই ভিডিওলিটলের হ্যাটট্রিকে টি ২০ বিশ্বকাপে ইতিহাস তৈরি করেছে আয়ারল্যান্ড, দেখে নিন সেই ভিডিও

English summary
Virat Kohli Birthday: Have a look on Virat Kohli's top 5 achievements
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X