For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবাইকে ছাপিয়ে দশ হাজারি ক্লাবে বিরাট কোহলি, তৈরি করলেন নয়া রেকর্ড

বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট করে ফেললেন দশ হাজার রান।

  • |
Google Oneindia Bengali News

সবাইকে তিনি যে ছাপিয়ে যাবেন তার প্রমাণ প্রতি মুহূর্তে দিয়ে চলেছেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের এই ব্যাটিং সেনসেশন আগের ম্যাচে সবচেয়ে দ্রুততম হিসাবে ৬০টি আন্তর্জাতিক শতরান পূর্ণ করেছিলেন। এদিন তৈরি করে ফেললেন আর এক অনন্য রেকর্ড। বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে করে ফেললেন দশ হাজার রান। মাত্র ২০৫টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। যা বিশ্ব ক্রিকেটে আগে কেউ করে দেখাতে পারেননি।

সবাইকে ছাপিয়ে দশ হাজারি ক্লাবে বিরাট কোহলি

এদিন বিশাখাপত্তনমে টসে জিতে ভারত অধিনায়ক কোহলি ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই ওপেনার রোহিত শর্মা (৪) ও শিখর ধাওয়ান (২৯) তাড়াতাড়ি ফিরে গেলে অম্বাতি রায়াডুকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন কোহলি।

এই ম্যাচের আগে ২০৪টি ইনিংসে ৯৯১৯ রান করেছিলেন কোহলি। এদিন করতে হতো অন্তত ৮১ রান। তাহলেই তৈরি হতো বিশ্বরেকর্ড। এবং তা অবলীলায় করেও ফেললেন কিং কোহলি।

একইসঙ্গে চতুর্থ ভারতীয় হিসাবে দশ হাজারের ক্লাবে ঢুকে পড়লেন তিনি। তাঁর আগে রয়েছেন - সচিন তেন্ডুলকর (১৮৪২৬ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১২২১ রান), রাহুল দ্রাবিড় (১০৭৬৮ রান)। এঁদের পরে দশ হাজারের ভারতীয় ক্লাবের নতুন সদস্য এখন বিরাট কোহলিও।

একইসঙ্গে এদিন ভারত একদিনের ক্রিকেটে ৯৫০ তম ম্যাচ দল হিসাবে খেলে ফেলল। আর কোনও দল এত ম্যাচ খেলেনি। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (৯১৬ ম্যাচ) ও পাকিস্তান (৮৯৯ ম্যাচ)। যদিও অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ৫৫৬টি ম্যাচ জিতেছে। ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। জিতেছে ৪৯০টি ম্যাচ।

English summary
Virat Kohli becomes fastest cricketer to score 10000 runs in ODI cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X