For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের দ্রুততম অধিনায়ক হিসেবে বিরাট কোহলির এই নজির তাক লাগানো

দ্রুততম অধিনায়ক হিসেবে বিরাট কোহলির এই নজির তাক লাগানো

  • |
Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের দ্রুততম হিসেবে তিনি এই নজির গড়েছেন। একই সঙ্গে দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের মালিক হয়েছেন ভিকে।

মাত্র ৩০টি ইনিংস

মাত্র ৩০টি ইনিংস

টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে মাত্র ৩০টি টি-টোয়েন্টি ইনিংস খেলেই এক হাজার রানের গণ্ডি টপকে যান বিরাট কোহলি। বিশ্বের কোনও দেশের অধিনায়কের ঝুলিতে টি-টোয়েন্টিতে এত দ্রুত এক হাজার রান পূর্ণ করার নজির নেই।

ধোনির পর বিরাট

ধোনির পর বিরাট

ভারতের দ্বিতীয় ক্রিকেট অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি। অগ্রজ মহেন্দ্র সিং ধোনি দেশের প্রথম অধিনায়ক হিসেবে এই নজির গড়েছিলেন। অধিনায়ক হিসেবে ভারতকে ৬২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। করেছেন ১১১২ রান।

বিশ্ব তালিকায় বিরাট

বিশ্ব তালিকায় বিরাট

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি। বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি। তাঁর আগে অগ্রজ এমএস ধোনি ছাড়াও বিশ্বের আরও পাঁচ জন ক্রিকেটার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেন।

রোহিতকে টপকে

রোহিতকে টপকে

সর্বমোট আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানে রোহিত শর্মাকে টপকে গিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। শেষ রাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভিকে। সেই সৌজন্যে ভারতের হয়ে ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিরাটের সর্বমোট রান ২৬৬৩-তে গিয়ে পৌঁছেছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান ২৬৩৩।

English summary
Virat Kohli becomes fastest captain to reach 1000 runs in T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X