For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স'-র প্রচারে বিরাট-রোহিত-মিতালী, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট

'লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স'-র প্রচারে বিরাট-রোহিত-মিতালী, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় এককাট্টা হয়ে লড়াই করছে দেশ। সরকারের নির্দেশ মেনে ঘরেই আটকে রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিরা। সেসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক সমাজিক প্রচারে অংশ নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ অধিনায়ক রোহিত শর্মা। প্রচারে সামিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের লেজেন্ড মিতালী রাজ থেকে বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও।

পাঁচ রাজ্যে

পাঁচ রাজ্যে

আজ, বুধবার, দেশের পাঁচ রাজ্য - উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মণিপুর, গোয়া এবং উত্তরাখণ্ডের নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। দুপুর ১২ টার সময় সাংবাদিক বৈঠক ডেকে নির্বাচনের তারিখ ঘোষণা করবে মুখ্য নির্বাচন কমিশনার নসিম জাইদি।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ২৪ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজারেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৭ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে পাঁচশো জনের। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।

তৃণমূলের এফআইআর

তৃণমূলের এফআইআর

রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরই সিবিআই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ, তারা কেন্দ্রের নির্দেশে তৃণমূল সাংসদদের গ্রেফতার করছে। মঙ্গলবার রাতেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এফআইআর দায়ের করে তৃণমূল।

লকডাউনে পারিবারিক হিংসা

লকডাউনে পারিবারিক হিংসা

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের লাগু করা লকডাউনে স্তব্ধ হয়েছে দেশের সমস্ত পরিষেবা। ঘরবন্দি রয়েছেন মানুষ। এই পরিস্থিতিতে দেশজুড়ে মহিলাদের ওপর পারিবারিক নির্যাতন বাড়ছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। এই অপরাধ ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় 'লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স' শীর্ষক অভিনব প্রচার শুরু হয়েছে।

মুখ্য বিচারপতির পদে শপথ

মুখ্য বিচারপতির পদে শপথ

বিচারপতি জে এস খেহর আজ, রাষ্ট্রপতি ভবনে ভারতের নয়া মুখ্য বিচারপতি হিসাবে শপথগ্রহণ করলেন।

বিরাট-রোহিতের প্রচার

'লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স' শীর্ষক অভিনব প্রচারে অংশ নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন কোহলি। তাতে বাকি সেলেব্রিটিদের সঙ্গে টিম ইন্ডিয়ার অধিনায়ককেও পারিবারিক হিংসার বিরুদ্ধে মহিলাদের রুখে দাঁড়ানোর বার্তা দিতে দেখা গিয়েছে। একই বার্তা দিয়েছেন টিম ইন্ডিয়ার ডেপুটি রোহিত শর্মাও।

বিজেপি নেতার বাড়িতে তৃণমূলের হামলা

বিজেপি নেতার বাড়িতে তৃণমূলের হামলা

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পরেই উত্তাল হয়ে ওঠে উত্তর ও মধ্য কলকাতা। বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। উত্তরপাড়ায় বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের বাড়িতে হামলা চালানো হয় মঙ্গলবার রাতে। মামলা রুজু করা হয়েঠে।

মিতালী ও অনুষ্কা

মিতালী ও অনুষ্কা

'লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স' শীর্ষক অভিনব প্রচারে অংশ নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের লেজেন্ড মিতালী রাজ ও বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও। লকডাউনে পারিবারিক হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুলিশে অভিযোগ জানানোর আবেদন করেছেন তাঁরা। ভিডিওটি তীরের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

English summary
Virat Kohli and Rohit Sharma take a part of Lockdown on Domestic Violence campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X