For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : একে অপরকে টেক্কা দেওয়ার রেকর্ডের মুখে অধিনায়ক বিরাট ও রুট

ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : একে অপরকে টেক্কা দেওয়ার রেকর্ডের মুখে অধিনায়ক বিরাট ও রুট

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক দিনের মধ্যেই দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট মোকাবিলায় নামছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানো টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস যে উচ্চ গগনে, তা বিনা দ্বিধায় বলে দেওয়া যায়। অন্যদিকে শ্রীলঙ্কাকে তাদেরই মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করা ইংল্যান্ড যে ভারতকে ছেড়ে কথা বলবে না, তাও নিশ্চিত। ফলে দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই আবহে অধিনায়ক হিসেবে ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জো রুট কোন নজির স্থাপন করতে পারেন, তা দেখে নেওয়া যাক।

কুককে টপকে যাওয়ার সুযোগ বিরাটের সামনে

কুককে টপকে যাওয়ার সুযোগ বিরাটের সামনে

এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ১০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। পাঁচটি ম্যাচ জিতেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ভারতের বিরুদ্ধে সম পরিমাণ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুকের। আসন্ন ভারত বনাম ইংল্যান্ড সিরিজে কিংবদন্তি কুকের রেকর্ড টপকে যাওয়ার সুযোগ বিরাটের সামনে।

কুক ও বিরাটকে টপকে যাওয়ার সুযোগ রুটের সামনে

কুক ও বিরাটকে টপকে যাওয়ার সুযোগ রুটের সামনে

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলে চারটি জিতেছে জো রুট। আসন্ন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে ম্যাচ জয়ের নিরিখে বিরাট কোহলি (৫) তো বটেই, কিংবদন্তি অ্যালেস্টার কুককেও (৫) টপকে যেতে পারেন রুট।

অনেক পিছিয়ে ধোনি

অনেক পিছিয়ে ধোনি

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়কের রাজত্বে ব্রিটিশদের বিরুদ্ধে মাত্র তিনটি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া।

ভারত বনাম ইংল্যান্ড মোকাবিলা

ভারত বনাম ইংল্যান্ড মোকাবিলা

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্টও একই মাঠে অনুষ্ঠিত হবে।

English summary
Virat Kohli and Joe Root are in front of new captaincy record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X