For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ত্রাণে বিরাট উদ্যোগ, স্ত্রী অনুষ্কাকে পাশে নিয়ে আহ্বান ভারত অধিনায়কের

Google Oneindia Bengali News

কথা দিয়েছিলেন। রাখলেন। আইপিএল শেষ হতেই ঝাঁপিয়ে পড়লেন করোনা পরিস্থিতি মোকাবিলার কাজে। প্রশংসনীয় উদ্যোগ নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মাকে পাশে নিয়ে বিরাট এদিন জানান, তাঁরা দুজনেই আপাতত ২ কোটি টাকা দান করেছেন করোনা পরিস্থিতি মোকাবিলায় গঠিত ত্রাণ তহবিলে। সকলকে সাধ্যমতো এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন ভারত অধিনায়ক।

করোনা ত্রাণে বিরাট উদ্যোগ, স্ত্রী অনুষ্কাকে পাশে নিয়ে আহ্বান ভারত অধিনায়কের

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিওতে বিরাট বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় যাঁরা আমাদের জন্য দিন-রাত এক করে সংগ্রাম করে চলেছে তাঁদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। তাঁদের এই ডেডিকেশনকে কুর্নিশ জানাতেই হয়। করোনা যোদ্ধাদের পাশে থাকতে আমরা একটি ত্রাণ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছি কেট্টোর মাধ্যমে। ত্রাণ তহবিল থেকে সংগৃহীত অর্থ অ্যাক্টগ্র্যান্টসে যাবে। মানুষের জীবন বাঁচাতে সাধ্যমতো সকলকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন ভারত অধিনায়ক। তাঁর স্থির বিশ্বাস, সকলে সম্মিলিতভাবেই এই যুদ্ধ জয় সম্ভব হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় আমাদের দেশের চিকিৎসা পরিকাঠামোও কঠিন চ্যালেঞ্জের সামনে পড়েছে। দেশের জন্য সকলকে একসঙ্গে এই লড়াইয়ের মোকাবিলা করতে হবে। সকলে নিরাপদে সুরক্ষিত থেকে দেশের প্রয়োজনে একসঙ্গে থাকুন।

অনুষ্কার কথায়, অতিমারির বিরুদ্ধে কঠিন লড়াই চালাচ্ছে আমাদের দেশ। চারদিকে যে যন্ত্রণাদায়ক পরিস্থিতি তা আমাদেরও ব্যথিত করেছে। করোনা-যোদ্ধাদের পাশেও আমাদের থাকা দরকার। যে যতটুকু এই ত্রাণ তহবিলে দান করতে পারবেন সেটাই যথেষ্ট। এই লড়াইয়ে সকলে এগিয়ে আসুন। এর আগে, অনুষ্কা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমেই জানিয়েছিলেন, দেশের করোনা পরিস্থিতি মোকাবিলার কাজে তাঁরা এগিয়ে আসার উদ্যোগ নিচ্ছেন। এদিনের বার্তা তারই বাস্তবায়ন।

English summary
Virat Kohli and Anushka Sharma announced a campaign for India's COVID-19 relief work. The couple donated Rs 2 crore to the fund.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X