For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোহানেসবার্গ টেস্টে সচিন-গাভাসকর’দের ক্লাবে জায়গা করে নিতে পারেন বিরাট এবং রাহানে

Google Oneindia Bengali News

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহনে। এই ম্যাচেই টেস্ট ক্রিকেটে শততম ক্যাচ ধরার নজির গড়তে পারেন বিরাট এবং রাহানে।

জোহানেসবার্গ টেস্টে সচিন-গাভাসকর’দের ক্লাবে জায়গা করে নিতে পারেন বিরাট এবং রাহানে

এই নজির স্পর্শ করতে কোহলি'র প্রয়োজন মাত্র দু'টি ক্যাচ। অপর দিকে, অজিঙ্ক রাহানে একটি ক্যাচ পেলেই এই নজির স্পর্শ করতে পারবেন। ভারতীয় দলের টেস্ট অধিনায়ক কেরিয়ারের ৯৯ নম্বর টেস্ট ম্যাচটি খেলবেন জোহানেসবার্গে। এখনও পর্যন্ত ৯৮টি ম্যাচে ৯৮টি টেস্ট ক্যাচ ধরেছেন কোহলি। অপর দিকে, ৮০টি টেস্টে রাহানের ক্যাচ সংখ্যা ৯৯টি।

২০১৩ সালে দিল্লি'র ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় রাহানের। আট বছরে দেশের জার্সিতে ৮০টি টেস্টে মাঠে নেমেছেন রাহানে। অপর দিকে, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি'র টেস্ট অভিষেক হয় ২০১১ সালে। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টটি খেলেছিলেন বিরাট।

অতীতে এই নজির স্পর্শ করেছেন প্রাক্তন পাঁচ ভারতীয় ক্রিকেটার। এই তালিকায় শীর্ষে রয়েছে বর্তমান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। নিজের টেস্ট কেরিয়ারে মূলত স্লিপে ফিল্ডিং করতেন রাহুল। তাঁর ঝুলিতে রয়েছে ২০৯টি ক্যাচ। দ্বিতীয় স্থানে থাকা ভিভিএস লক্ষ্মণ টেস্টে ক্যাচ ধরেছেন ১৩৫টি। তিনিও দ্রাবিড়ের মতো ফিল্ডিং করতেন স্লিপেই। ১১৫টি ক্যাচ ধরার ফলে তালিকার তৃতীয় মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর। চতুর্থ স্থানে রয়েছেন সুনীল গাভাসকর। সানি নিজের কেরিয়ারে টেস্ট ক্যাচ ধরেছেন ১০৮টি। প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন রয়েছেন পঞ্চমস্থানে। আজহার ৯৯টি টেস্টে ধরেছেন ১০৫টি ক্যাচ।

'দ্য হান্ড্রেড ক্যাচেস'-এর তালিকায় জায়গা করে নেওয়ার জন্য চলতি দক্ষিণ আফ্রিকা সফরে এখনও দু'টি টেস্ট হাতে রয়েছে বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানের। তবে, কেপ টাউন টেস্টের আগেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলার সম্ভবনা প্রবল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পর একমাত্র বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাই সেই দল যাদের বিরুদ্ধে কখনও টেস্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া। সেই রেকর্ড ভাঙা'র লক্ষ্যেই জোহানেসবার্গে মাঠে নামবে বিরাটের দল। তিন ম্যাচের সিরেজে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার গড় হিসেবে পরিচিত সেঞ্চুরিয়ান-এ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। তৃতীয় টেস্ট ম্যাচটি আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা'র বন্দর শহর কেপ টাউনে। ১১ জানুয়ারি থেকে কেপ টাউনের নিউল্যান্ডস-এ শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

English summary
Test skipper of Team India Virat Kohli and Ajinkya Rahane can complete hundred catches in test cricket against South Africa in Johannesburg and could join the elite list. Test skipper of Team India Virat Kohli and Ajinkya Rahane can complete hundred catches in test cricket against South Africa in Johannesburg and could join the elite list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X