For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম নিউজিল্যান্ড: সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে যাওয়া থেকে কত রান দূরে বিরাট

ভারত বনাম নিউজিল্যান্ড: সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে যাওয়া থেকে কত রান দূরে বিরাট

  • |
Google Oneindia Bengali News

২১ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সেই টেস্টে মাঠে নামার আগে ভারতের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে টপকে যাওয়ার সামনে বিরাট কোহলি।

সৌরভের থেকে কত রান দূরে বিরাট

সৌরভের থেকে কত রান দূরে বিরাট

ওয়েলিংটনে আর মাত্র ১১ রান হাঁকালে সৌরভকে টপকে যাবেন বিরাট। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান হাঁকানোয় পঞ্চম স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

টেস্টে সৌরভের রান কত

টেস্টে সৌরভের রান কত

টেস্ট ক্রিকেটে ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায় ৭২১২ রান হাঁকিয়েছেন। টেস্টে ভারতীয়দের মধ্য়ে সচিন তেন্ডুলকর সবেচেয়ে বেশি ১৫৯২১ রান হাঁকিয়েছেন। এরপরেই রয়েছেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটের দ্য ওয়াল ১৩২৬৫ রান হাঁকান। তৃতীয় স্থানে সুনীল গাভাসকর রয়েছেন। লিটল মাস্টার তাঁর ক্রিকেট কেরিয়ারে ১০১২২ রান হাঁকান। চারে লক্ষ্মণ(৮৭৮১ রান), ও পাঁচে বীরেন্দ্র সেহওয়াগ ৮৫০৩ রান হাঁকান।

বিরাটের টেস্ট রানের সংখ্যা

বিরাটের টেস্ট রানের সংখ্যা

৮৪টি টেস্ট ম্যাচ খেলে ১৪১ ইনিংসে বিরাট কোহলি ৭২০২ রান হাঁকান। ২৭টি সেঞ্চুরি, ৭টি দ্বিশতরান ও ২২টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট।

টেস্ট ক্রিকেটে এক নম্বরে কে?

টেস্ট ক্রিকেটে এক নম্বরে কে?

টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে স্টিভ স্মিথকে পিছনে রেখে আইসিসি'র তালিকায় শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি। এই মুহূর্তে বিরাট ৯২৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্য়ানদের তালিকায় শীর্ষস্থানে রয়েছে।

English summary
Virat Kohli 11 runs away from surpassing Sourav Ganguly in most test runs for india list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X