For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উইজডেনের টি-টোয়েন্টি দলে বিরাট-বুমরা, বাদ ধোনি

উইজডেনের টি-টোয়েন্টি দলে বিরাট-বুমরা, বাদ ধোনি

  • |
Google Oneindia Bengali News

এই দশকের সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করল উইজডেন। দলে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও পেসার জসপ্রীত বুমরা জায়গা পেলেও তাতে নাম নেই ২০০৭ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনির। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মাকেও রাখা হয়নি সেই দলে।

কেন কোহলি

কেন কোহলি

ক্রিকেটের তিন ফর্ম্য়াটে ৫০-র ওপর গড়ে রান করা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই উইজডেনের। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থান বিরাটের জন্য উপযুক্ত বলে দাবি করা হয়েছে।

কেন বুমরা

কেন বুমরা

ক্রিকেটের সবকটি ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরার ইকোনমি রেট ৬.৭১। যা বিশ্ব তালিকায় দ্বিতীয় শ্রেষ্ঠ। দক্ষিণ আফ্রিকার লেজেন্ড ডেল স্টেইনের পরেই তাঁর জায়গা। এহেন বোলার এই দশকের টি-টোয়েন্টি দলে তাদের স্বাভাবিক পছন্দ বলে জানিয়েছে উইজডেন।

বাদ ধোনি-রোহিত

বাদ ধোনি-রোহিত

এই দশকের সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পাননি ভারতকে ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনি। দলে নেই চলতি বছর ওয়ান ডে-তে সর্বাধিক রান করা রোহিত শর্মাও। যদিও দলে তাঁদের না থাকা নিয়ে কোনও যুক্তি প্রদর্শন করেনি উইজডেন।

উইজডেনের টি-টোয়েন্টি দল

উইজডেনের টি-টোয়েন্টি দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), কলিন মুনরো, বিরাট কোহলি, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জোস বাটলার, মহম্মদ নবি, ডেভিড উইলি, রশিদ খান, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা।

English summary
Virat in and Dhoni out from the Wisden T20 team of decade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X