For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভমানের প্রশংসায় পঞ্চমুখ বিরাট! কোহলির মতো দক্ষতা রয়েছে গিলের, উপলব্ধি পাঠানের

শুভমান গিলের টি ২০ আন্তর্জাতিক শতরান দেখে উচ্ছ্বসিত প্রশংসা করলেন বিরাট কোহলি। কোহলির মতো গিলের দক্ষতা চিহ্নিত করলেন ইরফান পাঠান। হার্দিক পাণ্ডিয়ার সিদ্ধান্তের প্রশংসা করলেন মহম্মদ কাইফ।

  • |
Google Oneindia Bengali News

শুভমান গিল পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে শতরান হাঁকিয়েছেন। যার সুবাদে নিউজিল্যান্ডকে আমেদাবাদে ভারত হারিয়ে দিয়েছে ১৬৮ রানে। টি ২০ আন্তর্জাতিকে রানের ব্যবধানের নিরিখে এটা ভারতের সেরা জয়। ম্যাচের সেরা হয়েছেন শুভমান গিল। যা দেখে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা মুগ্ধ।

শুভমানের শতরান

শুভমানের শতরান

শুভমান গতকালের ম্যাচে ৩৫ বলে ৫০ রান পূর্ণ করার পর আর ১৯টি বল নেন শতরানে পৌঁছতে। ৫০ থেকে ১০০ রানে পৌঁছনোর মধ্যে তিনি মারেন পাঁচটি ছক্কা। এমনকী শতরান পূর্ণ করার পরের বলেই ফের ছক্কা হাঁকান। ১২টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন ভারতীয় ওপেনার। সেই ফাঁকে ভেঙে দেন বিরাট কোহলির ভারতীয়দের মধ্যে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের রেকর্ড। বিরাট এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ১২৬ রানে। সেই নজির ছাপিয়ে গিয়েছেন গিল।

বিরাট প্রশংসা

বিরাট প্রশংসা

চলতি বছর গিল রয়েছেন দারুণ ছন্দে। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সাতটি ইনিংসে চারটি শতরান। যার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান রয়েছে। এবার কেরিয়ারের প্রথম টি ২০ সেঞ্চুরিটিও পেয়ে গেলেন। বিরাট কোহলি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গিলের। তাঁর সঙ্গে নিজের আলিঙ্গনের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে লিখেছেন সিতারা, পাশে দিয়েছেন তারার চিহ্ন। সেই সঙ্গে লিখেছেন ফিউচার ইজ হিয়ার। অর্থাৎ ভারতীয় ক্রিকেট যে লম্বা সময়ের জন্য তারকা পেয়ে গেল সেটাই বোঝাতে চেয়েছেন কোহলি।

ইরফান গিল-ভক্ত

শুভমান ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বলেন, দেশের হয়ে খেলার সময় ক্লান্তির কথা মাথায় থাকে না। আমি তিন ফরম্যাটে খেলেই সন্তুষ্ট। অনুশীলনে পরিশ্রমের সুফল মিললে ভালোই লাগে। দলের জন্য শতরান করতে পেরে ভালো লাগছে। শুভমানের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ইরফান পাঠান। তাঁর কথা, যেভাবে শুভমান ব্যাট করছেন তাতে তাঁর ভক্ত হয়ে গিয়েছি। শুভমান তিন ফরম্যাটেরই প্লেয়ার। বিরাট কোহলি যেভাবে বছরের পর বছর তিন ফরম্যাটে শাসন করেছেন, শুভমানেরও সেই দক্ষতা রয়েছে। পেস বোলিং খেলতেও তাঁর যে সমস্যা নেই তা আরও একবার দেখা গেল। পেসারদের বিরুদ্ধে পুল শট খেলেছেন, সোজাসুজিভাবে মাঠের বাইরে বল পাঠিয়েছেন, মিনি হেলিকপ্টার শটও মেরেছেন।

হার্দিকের সঠিক সিদ্ধান্ত

হার্দিকের সঠিক সিদ্ধান্ত

শুভমান গিল টি ২০ আন্তর্জাতিকে রান পাচ্ছিলেন না। পৃথ্বী শ নিউজিল্যান্ড সিরিজের দলে ছিলেন। ফলে কেউ কেউ ওপেনিংয়ে রদবদলের কথা বলছিলেন। গিলের জায়গায় শ-কে খেলানোর দাবি উঠছিল। ওপেনিং জুটি সফল না হলেও অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া যে শ-কে খেলানোর লোভ সম্বরণ করেছেন তার প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি স্টার স্পোর্টসে বলেন, প্রথম একাদশ চূড়ান্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা থাকে অধিনায়কের। কোনও কোনও সময় কেউ লোভে পড়ে সিদ্ধান্ত নেন। ওপেনাররা রান পাচ্ছেন না এবং সিরিজ নির্ণায়ক ম্যাচ খেলতে চলেছে দল, তখন পৃথ্বী শ-কে খেলানোর ভাবনা মাথায় আসাই স্বাভাবিক। কিন্তু রিজার্ভ বেঞ্চের কথা মাথায় রেখেও হার্দিক সঠিক সিদ্ধান্ত নিয়েই গিলকে খেলান। ব্যাটিং অর্ডারে বদল আনেননি। গিল পাশে পেয়েছেন তাঁর অধিনায়ককে।

English summary
Virat Kohli Hails Shubman Gill's Maiden T20I Hundred. Irfan Pathan Believes That Gill Has Potential Like Kohli To Rule All The Formats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X