For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলি কবে ভাঙবেন সচিনের ওডিআই শতরানের বিশ্বরেকর্ড? ভবিষ্যদ্বাণী গাভাসকরের

Google Oneindia Bengali News

একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ৪৯টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। বিরাট কোহলি গতকাল তিরুবনন্তপুরমে ওডিআই কেরিয়ারের ৪৬তম শতরানটি হাঁকিয়েছেন। শেষ চারটি ওডিআই ইনিংসের তিনটিতেই শতরান পেয়েছেন কিং কোহলি। সুনীল গাভাসকর মনে করেন, সচিনের বিশ্বরেকর্ডটি আইপিএলের আগেই ভেঙে দেবেন কিং কোহলি।

নতুন বছরে দারুণ শুরু

নতুন বছরে দারুণ শুরু

আইপিএলের আগে ভারতের ৬টি একদিনের আন্তর্জাতিক রয়েছে। ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। এরপর মার্চে দেশের মাটিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে ভারত। ২০১৯ সালের পর থেকে বিরাট কোহলিকে আন্তর্জাতিক শতরান পেতে অপেক্ষা করতে হয়েছিল এশিয়া কাপ পর্যন্ত। টি ২০ আন্তর্জাতিকে প্রথম শতরানটি হাঁকান এশিয়া কাপে। এরপর বাংলাদেশ সফরে গিয়ে ওডিআই শতরানের খরা কাটে। নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নেমেই বিরাট শতরান করেছিলেন গুয়াহাটিতে। গতকাল করেন ত্রিবান্দ্রমে। শ্রীলঙ্কা সিরিজে ম্যাচের সেরার পুরস্কারটিও পেয়েছেন।

সানির ভবিষ্যদ্বাণী

সানির ভবিষ্যদ্বাণী

সুনীল গাভাসকর মনে করেন বিরাট যে ছন্দে রয়েছেন তাতে আগামী আইপিএলের আগেই ভেঙে যাবে সচিনের সবচেয়ে বেশি ওডিআই শতরানের রেকর্ড। গাভাসকর বলেছেন, আইপিএলের আগে ৬টি ওডিআই রয়েছে ভারতের। বিরাট যে ফর্মে রয়েছেন এবং যেভাবে ব্যাটিং করছেন তাতে আইপিএলের আগে সচিনের ৪৯টি শতরানের রেকর্ড বিরাট ছুঁয়ে ফেলতেই পারেন এবং নতুন রেকর্ড গড়াও অসম্ভব কিছু নয়।

বিরাট সন্তুষ্ট

বিরাট কোহলি যে দাপট নিয়ে ব্যাটিং করছেন এবং বিরতি নিয়ে ফিরে আসার পর নিজের ব্যাটিং উপভোগ করছেন তাতে এই মেজাজের সঙ্গে অনেকেই ২০১৬ সালের মিল খুঁজে পাচ্ছেন। কোহলি নিজেও খুশি নিজের ব্যাটিংয়ে। তিনি বিসিসিআইয়ের ভিডিওয় বলেছেন, অনেকদিন পর কোনও নতুন বছর শুরু করলাম শতরান দিয়ে, একই সিরিজে দুটি শতরান পেলাম এবং সিরিজের সেরা হলাম। বিশ্বকাপের বছরটা এভাবে শুরু করতে পেরে সত্যিই ভালো লাগছে।

ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য

ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য

কোহলি আরও বলেছেন, আমি জানি ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যখন শুরুটা ভালো হয় এবং নিজেকে আত্মবিশ্বাসী মনে হয় তখন সবকিছুই ভালোই চলে। দলের দৃষ্টিকোণ থেকেও আমার ভালো লাগছে যে, বছরের শুরুটা ভালোভাবে করতে পেরেছি এবং আমাদের দলের সামগ্রিক ব্যাটিংও ভালোই হচ্ছে। শুভমান গিলের প্রশংসা করে তিনি বলেন, ওপেন করতে নেমে অসাধারণ খেলছেন গিল। দেশের মাটিতে প্রথম ওডিআই শতরানের জন্য অভিনন্দন। এই প্রশংসা অবশ্যই তাঁর প্রাপ্য। প্রথম ম্যাচেও শতরান আসতেই পারতো। দেশে-বিদেশে ভবিষ্যতে শুভমান আরও শতরান পাবেন বলেও মন্তব্য করেছেন কিং কোহলি।

বাবর আজমকে ঘিরে ফের বিতর্ক! সতীর্থর বান্ধবীকে পাক অধিনায়কের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে চাঞ্চল্যবাবর আজমকে ঘিরে ফের বিতর্ক! সতীর্থর বান্ধবীকে পাক অধিনায়কের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে চাঞ্চল্য

English summary
Virat Kohli Is Happy With His Recent Form. Sunil Gavaskar Predicts That Kohli Will Break Sachin's Record Of Most ODI Hundreds Before IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X