For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের স্বার্থপর ও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে চাপে ভারত, লিভিংস্টোনের ক্যাচ ফেলে কিং কোহলি তীব্র সমালোচিত

Google Oneindia Bengali News

বিরাট কোহলির ব্যর্থতা অব্যাহত রইল নটিংহ্যামেও। আজ ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি আউট হলেন ৬ বলে মাত্র ১১ রান করে। গতকাল বার্মিংহ্যামে ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরেছিলেন। আজ ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিততে ২১৬ রানের টার্গেট তাড়া করছে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ঋষভ পন্থ আউট হওয়ায় রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ভারতকে বড় রান তুলতে সাহায্য করতেই পারতেন বিরাট।

বিরাট হতাশ করলেন

কিন্তু তিনি যেভাবে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন তাতে প্রবল অসন্তুষ্ট ক্রিকেটপ্রেমীরা। তার আগে ফিল্ডিং করতে গিয়েও বিরাট লিয়াং লিভিংস্টোনের সহজ ক্যাচ ফেলেছিলেন। যা দেখে অবাক ভারতের প্রাক্তন স্পিনার অমিত মিশ্র। তিনি টুইটে লেখেন, বিরাটের অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই। ঠিক ছন্দ ফিরে পাবেন। যেভাবে ক্যাচ ফেললেন সেভাবে নেটেও তাঁকে ক্যাচ ফেলতে দেখা যায়নি। সবমিলিয়ে ফের বিরাট কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, বিরাট ব্যাটিংয়ের সময়ও বল দেখতে পাচ্ছেন না। ফিল্ডিংয়ের সময়েও। কারও কথায়, যতক্ষণ ব্যাটে রান আসছে না ততক্ষণ ফিল্ডিংটা তো অন্তত কোহলির ভালো করা উচিত। চলতি বছরে তাঁর খারাপ ফর্ম দেখে হতাশ ক্রিকেট ভক্তরা বিরাটকে অবসর নেওয়ার পরামর্শও দিয়েছেন।

আশা জাগিয়েও ব্যর্থ

এদিন ভারত ডেভিড উইলির প্রথম ওভারে ২ রান তুলেছিল। দ্বিতীয় ওভারের প্রথম বলেই রিস টপলির বলে ঋষভ পন্থ কট বিহাইন্ড হন। বল তাঁর ব্যাট ছুঁয়েছে কিনা পন্থ নিশ্চিত ছিলেন না। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে পরামর্শ করার পরও রিভিউ নেননি। বিরাট কোহলি ব্যাট করতে নেমে প্রথম বলে রান নিতে পারেননি। তৃতীয় বলে এক রান নিয়ে রোহিত শর্মাকে স্ট্রাইক দেন। পরের তিন বলে আর রান আসেনি। ভারতের স্কোর ২ ওভারের শেষে ছিল ১ উইকেটে ৩। পরের ওভার করতে আসেন ডেভিড উইলি। প্রথম বলটি ডট হয়। দ্বিতীয় বলে বিরাট একটি চার মারেন। বল বিরাটের ব্যাটের মাঝখানে লাগেনি। কিন্তু কব্জির জোরে মিড অন অঞ্চল দিলে বিরাট বাউন্ডারি পেয়ে যান।

দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং

এর পরের বলটিতে বিরাট যে দৃষ্টিনন্দন শটটি মারেন তাতে আশা করা যাচ্ছিল আজকের দিনটি তাঁর হতেই পারে। স্টাম্প-টু-স্টাম্প বলটিকে মোকাবিলা করতে একটু জায়গা তৈরি করে ব্যাটের মাঝখান দিয়ে বোলারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকান। দুটি বলে দশ রান এসে গিয়েছিল। কিন্তু এরপরই বিরাট দলকে ডুবিয়ে বসলেন অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে। ফের স্টেপ আউট করে মারতে গিয়ে এবার শর্ট একস্ট্রা কভার অঞ্চলে তিনি ক্যাচ দিয়ে বসলেন জেসন রয়ের হাতে। ফলে ৬ বলে ১১ রান করেই ফিরতে হলো ড্রেসিংরুমে। বিরাটের এমন দায়িত্বজ্ঞানহীন ও স্বার্থপর ব্যাটিংয়ে অখুশি সমর্থকরা।

চাপে ভারত

ধারাভাষ্য দিতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকর বলেন, বিরাট এর আগে অনেক রান করেছেন। কিন্তু এভাবে ব্যাট করতে তাঁকে দেখা যায়নি। খারাপ সময় কাটাতে তিনি আক্রমণের রাস্তা বেছে নিচ্ছেন। স্ট্রাইক রেটের বিষয়টিও হয়তো তাঁর মাথায় থাকছে। কিন্তু মঞ্জরেকরও বলছেন, যখন দুই বলে ১০ রান এসে গিয়েছিল তখন ধৈর্য্য ধরতেই পারতেন বিরাট। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ান বলছেন, বিরাটকে নিয়ে চিন্তা করার দরকার নেই। কোহলি ঠিক রানে ফিরবেন। কিন্তু ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, সেই দিনটা আসবে কবে? বিরাট আউট হওয়ার পর রোহিত শর্মার উইকেটও হারিয়েছে ভারত। ১২ বলে ১১ রান করে তিনিও টপলির বলে বড় শট খেলতে গিয়ে সল্টের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতকে লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব।

English summary
Virat Kohli Fails Again As He Scores 11 Of 6 Balls. Fans Slam Former India Captain For Poor Fielding As He Dropped Livingstone's Catch.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X