For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-২০ জিতলেও সহজ হবে না ওয়ান ডে, অস্ট্রেলিয়াকে জবাব দিতে তৈরি বিরাটরা

টি-২০ সিরিজে লজ্জার হারের পর শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত। বিশ্বকাপের আগে শেষ ওয়ান ডে সিরিজে জিততে মরিয়া বিরাট বাহিনী।

Google Oneindia Bengali News

টি-২০ সিরিজে লজ্জার হারের পর শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত। বিশ্বকাপের আগে শেষ ওয়ান ডে সিরিজে জিততে মরিয়া বিরাট বাহিনী। এই সিরিজই দলের শক্তি যাচাই করে নেওয়ার শেষ সুযোগ। সেইসঙ্গে দলের মধ্যে পরীক্ষা-নিরীক্ষারও শেষ সুযোগ অস্ট্রেলিয়া সিরিজ। হায়দরাবাদে প্রথম ওয়ান ডে-তে টসে জিতে ব্যাটিং করচে অস্ট্রেলিয়া।

টি-২০ জিতলেও সহজ হবে না ওয়ান ডে, অস্ট্রেলিয়াকে জবাব দিতে তৈরি বিরাটরা

এই সিরিজে ধারেভারে এগিয়ে রয়েছে ভারতই। কিন্ত টি-২০ সিরিজে হার বিরাট বাহিনীর মনোবলে চিড় ধরিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, টি-টোয়েন্টিতে জয় পাওয়া আর ওয়ান ডে সিরিজে সাফল্য পাওয়া এক জিনিস নয়। এখানে শুধু ধুন্ধুমার ব্যাটিংয়ে ভর করে জয় পাওয়া অসম্ভব।

ম্যাক্সওয়েল রানের মধ্যে থাকলেও অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি কিংবা অ্যারন ফিঞ্চরা রানের মধ্যে নেই। তারপর ভারতের হাতে রয়েছে দুই রিস্ট স্পিনার। রয়েছে বুমরার মতো পেসার। ভারতের ব্যাটিং লাইন আপও অনেক শক্তিশালী। তাই ভারতকে তুড়ি মেরে উড়িয়ে দেব ভাবলে অস্ট্রেলিয়া ভুল করবে।

বিরাট কোহলির মতো ধারাবাহিক প্লেয়ার রয়েছে। অস্ট্রেলিয়ার বোলিং সমীহ জাগানো হলেও আগের মতো ধার নেই। তবে ভারতের মাটিতে জে রিচার্ডসন বেহেরেনডর্ফ, প্যাট কামিন্স মার্কাস স্টোনিস, অ্যাডাম জাম্পারা কতটা সাফল্য দিতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সম্প্রতি অস্ট্রেলিয়া নিজেদের মাঠে ভারতের ব্যাটিং সে অর্থ সমালাতে পারেনি।

English summary
Virat and company are prepared to counters Australia after defeating T-20. India faces Australia in first one day at Hyderabad,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X