For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটদের ক্যাম্পে নতুন ট্রেনারের যাত্রা শুরু

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরুর আগে বিরাটদের ক্যাম্পে নতুন কোচের যাত্রা শুরু হয়ে গেল। এদিন কোহলিদের নতুন ফিজিক্যাল ট্রেনার হিসেবে অভিযান শুরু করলেন ওয়েব।

  • |
Google Oneindia Bengali News

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরুর আগে বিরাটদের ক্যাম্পে নতুন কোচের যাত্রা শুরু হয়ে গেল। এদিন কোহলিদের নতুন ফিজিক্যাল ট্রেনার হিসেবে অভিযান শুরু করলেন ওয়েব।

হার্ডেল করে কোহলি-শাস্ত্রীরা এদিন নিক ওয়েবকে স্বাগত জানান। নিকের সঙ্গে দলের পরিচয় করিয়ে দেন হেড কোচ রবি শাস্ত্রী। এরপর কোহলি অ্যান্ড কোম্পানির সঙ্গে টিমের সেশন শুরু করেন ওয়েব। প্রসঙ্গত এর আগে, নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল ও অকল্যান্ডের এক রাগবি লিগের দলে ট্রেনার হিসেবে কাজ করেছেন ওয়েব

এবার একনজরে দেখে নেওয়া যাক, সিরিজে পরীক্ষার মুখে কারা

অনেক কর এক ছাতার তলায়

অনেক কর এক ছাতার তলায়

জিএসটি বিল পাশ হলে পরোক্ষ বিভিন্ন কর যেমন আবগারি শুল্ক, বিক্রয় কর ও পরিষেবা কর ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে যাবে। যার ফলে জটিল পরোক্ষ কর কাঠামোর সরলীকরণ হবে। যার ফলে বাণিজ্য ক্ষেত্রে ভারতের সুবিধা হবে।

 রোহিত শর্মা-

রোহিত শর্মা-

ওপেনার হিসেবে তিনি এবার পরীক্ষার মুখে রয়েছেন। লোকেশ রাহুল ব্যর্থ হওয়ার পর তাঁর পরিবর্তে টেস্টে সিরিজে রোহিত শর্মাকে ওপেনিংয়ে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। প্রস্তুতি ম্যাচে রোহিত অবশ্য আশাহত করেন। ২ বল টিঁকে থেকে মাত্র ০ রান করেন হিটম্যান।

জটিল কর ব্যবস্থার অবসান

জটিল কর ব্যবস্থার অবসান

জটিল কর ব্যবস্থার অবসান ঘটলে রপ্তানির ক্ষেত্রেও প্রতিযোগিতা শুরু হবে। জিএসটির ফলে ভারতের জিপিপি বৃদ্ধি অনেকটা বেড়ে যাবে। জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে ভারতকে অনেকটা এগিয়ে দেবে জিএসটি বিল।

ঋষভ পন্থ-

ঋষভ পন্থ-

সীমিত ওভারের সিরিজে রান পাননি পন্থ। ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে ঘরের মাঠে দক্ষিণ ওভারের বিরুদ্ধে ব্যাটে একেবারেই ছন্দে নেই ভারতীয় উইকেটকিপার। সেক্ষেত্রে বিশাখাপত্তনম টেস্টে সুযোগ পেলে, ব্যাটে প্রমাণ দিতে হবে পন্থকে। অগ্নিপরীক্ষার মুখে ঋষভ। আসন্ন টেস্টে রান না পেলে দল থেকে বাদ পড়তে পারেন ঋষভ।

বাজার একত্রীকরণ

বাজার একত্রীকরণ

জিএসটি বিল এলে বাজারের একত্রীকরণ হবে। যার ফলে দেশের যেকোনও প্রান্ত থেকে যেকোনও প্রান্তে পণ্য বিনা বাধায় কম খরচে পৌঁছে যেতে পারবে। ফলে ব্যবসার খরচ কমবে ও পণ্যের দামও কমবে। যার ফলে আমজনতার উপকার হবে।

উমেশ যাদব

উমেশ যাদব

বুমরাহের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন উমেশ। ভালো পারফর্ম্যান্স করে জাতীয় দলে হারানো জায়গাটা ফিরে পেতে চাইবেন উমেশ।

করের সুবিধা

করের সুবিধা

জিএসটির অধীনে উৎপাদক আগে প্রদান করা সমস্ত পণ্য করের সুবিধা পাবে। এছাড়া জিএসটি এলে অসংরক্ষিত ক্ষেত্রগুলি থেকেও কর পেতে সরকারের সুবিধা হবে।

দুর্নীতি কমবে

দুর্নীতি কমবে

জিএসটি পাশ হলে প্রতিটি ডিলার অনধিকার কর প্রদানের আওতা থেকে বেরিয়ে আসবেন। এছাড়া দুর্নীতি কমাতে এই বিলটি মোক্ষম হবে বলেই মনে করা হচ্ছে।

আনুগত্য বাড়বে

আনুগত্য বাড়বে

জিএসটি বিল পাশ হলে কর ব্যবস্থার প্রতি মানুষের আনুগত্য বাড়বে। অর্থাৎ আরও বেশি করে মানুষকে করের আওতায় আনা সম্ভব হবে।

মেক ইন ইন্ডিয়া গতি পাবে

মেক ইন ইন্ডিয়া গতি পাবে

জিএসটি বিল কার্যকর হলে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প অনেকটা গতিবেগ পাবে। কারণ এর ফলে পণ্য উৎপাদকেরা করের উপরে অনেকরকমের সুবিধা পাবেন।

বিদেশি মুদ্রা আয় বাড়বে

বিদেশি মুদ্রা আয় বাড়বে

জিএসটি বিল কার্যকর হলে বারবার আবগারি শুল্ক দেওয়ার প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি মুদ্রা আয়ের পথ আরও প্রশস্ত হবে। বর্তমানে জিডিপির ২.৭ শতাংশ নষ্ট হয় পরোক্ষ কর ব্যবস্থার জটিল ব্যবহারিক প্রয়োগের জন্য।

মুদ্রাস্ফীতি খানিক বাড়বে

মুদ্রাস্ফীতি খানিক বাড়বে

জিএসটি কার্যকর হলে বর্তমানে প্রদেয় ১৫ শতাংশের বদলে সর্বোচ্চ ১৮ শতাংশ কর দিতে হতে পারে। এর ফলে কিছু সময়ের জন্য মুদ্রস্ফীতির হার বাড়তে পারে।

রাজকোষের বৃদ্ধি হবে

রাজকোষের বৃদ্ধি হবে

মুদ্রাস্ফীতির হার বাড়লে তা একবছর থাকতে পারে। তবে দ্বিতীয় বছর থেকেই সরকারের কোষে রাজস্ব বৃদ্ধির হার বাড়তে থাকবে।

English summary
Virat and company welcome team india's new trainer nick Webb
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X