For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলির প্রশংসা করলেও পূজারা-রাহানেদের খেলায় হতাশ ভারতীয় দলের ব্যাটিং কোচ

কোহলির প্রশংসা করলেও পূজারা-রাহানেদের খেলায় হতাশ ভারতীয় দলের ব্যাটিং কোচ

Google Oneindia Bengali News

বিরাট কোহলি একা কুম্ভ হয়ে না দাঁড়ালে কাগিসো রাবাডা-মার্কো জেনসান'দের বিরুদ্ধে ২০০ রানের আগেই থমকে যেত ভারতের ইনিংস। রোদ ঝলমল কেপ টাউনে প্রথমে ব্যাটিং পাওয়ার সুযোগ'কে আরও ভাল মতো কাজে লাগানো উচিৎ ছিল দলের ব্যাটসম্যানদের, প্রথম দিনের খেলার শেষে অকপটে জানিয়ে দিলেন বিক্রম রাঠৌর। ভারতীয় দলের ব্যাটিং কোচ মনে করেন আরও ৬০ বা ৮০ রান বেশি করতে পারত দল।

কোহলির প্রশংসা করলেও পূজারা-রাহানেদের খেলায় হতাশ ভারতীয় দলের ব্যাটিং কোচ

২০১ বলে বিরাট কোহলি ৭৯ রানের ইনিংস খেললেও ভারতের টপ অর্ডার এবং বিরাট ব্যাতিত মিডল অর্ডারের অন্য ব্যাটসম্যান'রা নির্ভরতা দিতে পারেননি। দীর্ঘ সময় অফ ফর্মে থাকা চেতেশ্বর পূজারা ৪৩ রান করলেও অজিঙ্ক রাহানে ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন। ঋষভ পন্থ করেছেন ২৭ রান। দুই ওপেনার লোকেশ রাহুল এবং ময়াঙ্কা আগারওয়াল করেছেন যথাক্রমে ১২ এবং ১৫ রান। রাঠৌর বলেছেন, "আজ আমাদের পারফরম্যান্স যথেষ্ট খারাপ ছিল। একাধিক সফট ডিসমিশালের খেসারত দিতে হয়েছে দলকে।"

টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই দীর্ঘদিন পর ভরসা দিয়েছেন বিরাট কোহলি। নিজের ইনিংসে ৮৯টি ডট বল খেলেছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। প্রথম ১৬টি বলে কভার ড্রাইভ খেলার কোনও প্রচেষ্টাই করেননি বিরাট। শুরুর দিকে কভার ড্রাইভ খেতে গিয়ে একাধিক বার উইকেট হারিয়েছেন ভারত অধিনায়ক। নিউল্যান্ডসে ৭৯ রান আসে বিরাটের ব্যাট থেকে। গত দুই বছরে ২৬ গড়ে ১৪টি টেস্টে ৬৫২ রান করেছেন বিরাট।

দলের বাকি ব্যাটসম্যানদের খেলায় হতাশ হলেও অধিনায়কের প্রশংসা শোনা গিয়েছে রাঠৌরের কন্ঠে। তিনি বলেছেন, "কোহলির ব্যাটিং কখনও-ই চিন্তার বিষয় ছিল না। নেটেও ভাল ব্যাটিং করেছে ও। আজ যে পরিবর্তনটা সব থেকে বেশি ভাল লাগল সেটা হল কোহলির ব্যাটিং ডিসিপ্লিন। শুরুর দিকে ওকে (বিরাটকে) বাইরের দিকে বেশি খেলাতে চেষ্টা করছিল ওরা। কিন্তু ফোকাস ঠিক রেখে গোটা ইনিংসে ৮৯টি বল ও ছেড়েছে। বল ছাড়ার বিষয়ে যে মানসিকতা দেখিয়েছে তা এক কথায় মারাত্মক। আজ সত্যিই ভাল খেলেছে (বিরাট)। একটু ভাগ্যের সঙ্গ পেলে এই ইনিংস'কেই একটা বড় ইনিংসে পরিণত করতে পারত।"

সিরিজের শেষ টেস্টে কেপ টাউনে মাঠে নেমেছে ভারত। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করতে হলে এই টেস্টে জিততেই হবে ভারত'কে। কিন্তু শুরুটা যে ভাবে হয়েছে তাতে ভারতীয় দলের জয়ের সম্ভবনা এখন পুরোটাই নির্ভর করছে দলের বোলিং লাইনের পারফরম্যান্সের উপর। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতকে ফের ম্যাচে ফেরানো দায়িত্ব এসেছে পড়েছে বোলারদের কাঁধে।

English summary
India’s batting coach Vikram Rathour admitted the performance of Indian batsmen was below par. They could have added minimum 60 to 80 runs and push the score board to 300 runs. Rathour feels soft dismissals costs India in this innings. But he praised virat kohli for the tremendous temperament he shows.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X