For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়ক পৃথ্বীর ব্যাট বিজয় হাজারের ফাইনালে মুম্বই, প্রতিপক্ষ লড়াকু উত্তরপ্রদেশ

অধিনায়ক পৃথ্বীর ব্যাট বিজয় হাজারের ফাইনালে মুম্বই, প্রতিপক্ষ লড়াকু উত্তরপ্রদেশ

  • |
Google Oneindia Bengali News

অধিনায়ক পৃথ্বী শ-এর ব্যাটিং ও দুর্দান্ত দলগত বোলিংয়ের সৌজন্যে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছল মুম্বই। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে বাণিজ্য নগরীর প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। যারা বিজয় হাজারে ট্রফির অন্য সেমিফাইনালে গুজরাতের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করেছে। দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

পৃথ্বীর শতরানে রানের পাহাড়ে মুম্বই

পৃথ্বীর শতরানে রানের পাহাড়ে মুম্বই

দিল্লির পালাম এ স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কর্নাটক। সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। অধিনায়ক পৃথ্বী শ-এর ১২২ বলে ১৬৫ রানের দৌলতে আগে ব্যাট করে ৩২২ রান তোলে মুম্বই। কর্নাটকের হয়ে ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪ উইকেট নেন বৈশাখ বিজয় কুমার।

কর্নাটকের ব্যাটিং

কর্নাটকের ব্যাটিং

৩২২-এর পাহাড় পেরোতে গিয়ে ৯ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলে কর্নাটক। আর সেখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায় বলা চলে। দেবদত্ত পাড়িক্কল (৬৪) ও উইকেটরক্ষক শরথ বিআর (৬১) ছাড়া আর কোনও কন্নড় ব্যাটসম্যান পিচে দাঁড়াতে পারেননি। ফলে ৪২.৪ ওভারে ২৫০ রানে শেষ হয়ে যায় কর্নাটকের ইনিংস। মুম্বইয়ের হয়ে ২টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে, তনুশ কোটিয়ান, প্রশান্ত সোলাঙ্কি, স্যামস মুলানি। একটি করে উইকেট নেন ধবল কুলকার্নি ও যশশ্বী জয়সওয়াল। ৭২ রানে ম্যাচ জেতে মুম্বই।

গুজরাতের ব্যাটিং

গুজরাতের ব্যাটিং

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির আরও এক সেমিফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাত। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই সচিব জয় শাহের রাজ্য। ৪৮.১ ওভারে ১৮৪ রানেই শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন হেট প্যাটেল। উত্তরপ্রদেশের হয়ে ৩ উইকেট নেন যশ দয়াল। ২ উইকেট নেন আকিব খান।

উত্তরপ্রদেশের জবাব

উত্তরপ্রদেশের জবাব

জবাবে শুরুটা ভাল না হলেও ৪২.৪ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় উত্তরপ্রদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন আকাশদীপ নাথ। দিল্লির হয়ে ২ উইকেট নেন চিন্তন গাজা। একটি করে উইকেট নেন তেজস প্যাটেল, পীযূষ চাওলা ও করণ প্যাটেল।

প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, মুখ্যমন্ত্রীর ঘটনায় উদ্বিগ্ন কমিশনের নির্দেশপ্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, মুখ্যমন্ত্রীর ঘটনায় উদ্বিগ্ন কমিশনের নির্দেশ

English summary
Vijay Hazare Trophy : Mumbai will play final against Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X