For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিতালি রাজের ভারত চিন্তায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে নেই অভিজ্ঞ তারকা

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে কাল থেকে একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে মিতালি রাজের নেতৃত্বাধীন ভারতীয় দল। ডাউন আন্ডার সিরিজে প্রস্তুতি ম্যাচে অজিদের কাছে হারের পর ভারতের অস্বস্তি বাড়াল তারকা ক্রিকেটারের ছিটকে যাওয়া। বুড়ো আঙুলে চোট থাকায় ম্যাককেতে প্রথম ম্যাচে খেলতে পারবেন না টেস্ট ও একদিনের আন্তর্জাতিক দলের সহ অধিনায়ক তথা টি ২০ দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর।

মিতালি রাজের ভারত চিন্তায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে নেই অভিজ্ঞ তারকা

উল্লেখ্য, দ্য হান্ড্রেডে খেলার সময় চোটের কারণে মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন হরমনপ্রীত। বেঙ্গালুরুতে রিহ্যাব চলছিল। ভারতীয় মহিলা দলের কোচ রমেশ পওয়ার জানিয়েছেন, হরমনপ্রীত ফিটও হয়ে গিয়েছিলেন। কিন্তু কয়েক দিন আগে হঠাৎই তিনি হাতের বুড়ো আঙুলে চোট পান। সেই কারণেই তিনি প্রথম ম্যাচে প্রথম একাদশে থাকছেন না। তাঁর ব্যথার কী পরিস্থিতি, তিনি ম্যাচ ফিট কিনা সে সব যাচাই করার পরই বোঝা যাবে হরমনপ্রীত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে খেলতে পারবেন কিনা। তবে অভিজ্ঞ ভাইস ক্যাপ্টেনের অনুপস্থিতি নিঃসন্দেহে ভারতীয় মিডল অর্ডারের পক্ষে বড় ধাক্কা। তবে হরমনপ্রীত বাদে দলের সকলেই ফিট রয়েছেন বলে জানিয়েছেন পওয়ার।

হরমনপ্রীতকে ২২ সদস্যের দলে রাখা হয়েছিল অনুশীলনে সেভাবে ওয়ার্কলোড যাচাই না করেই। বেঙ্গালুরুতে দলের প্রস্তুতি শিবিরে থাকার পাশাপাশি বাধ্যতামূলক কোয়ারান্টিনেও ছিলেন হরমনপ্রীত। নির্বাচকরা জানিয়েছিলেন, অস্ট্রেলিয়াতেও যেহেতু ১৪ দিনের কঠোর নিভৃতবাসে কাটাতে হবে তার মধ্যে তিনি সেরে উঠবেন। পওয়ারের দাবি, কোয়াড্রিসেপস ইনজুরি সেরে গেলেও আঙুলের চোটেই ফের সমস্যা তৈরি হয়েছে। ২০১৯ সাল থেকে টানা ১৮টি ম্যাচে চারে ব্যাট করেছেন মিতালি রাজ। তবে হরমনপ্রীতের অনুপস্থিতিতে দলের ক্যাপ্টেনকে তিনে ব্যাট করতে দেখা যেতেই পারে।

মিতালি রাজ দলের প্রথম একাদশ খোলসা না করলেও জানিয়েছেন, তিনি তিন বা চার দুই জায়গাতেই ব্যাট করতে অসুবিধা হবে না। তবে সবটাই নির্ভর করবে দলের কম্বিনেশনের উপর। মিডল অর্ডার শক্তিশালী মনে হলে তিনে ব্যাট করতে নামতে কোনও দ্বিধাই করবেন না মিতালি। তবে মিডল অর্ডারে অভিজ্ঞতার খামতি থাকলে তিনি চারেই নামবেন বলে জানিয়েছেন। তবে হরমনপ্রীত ছিটকে যাওয়ায় তাঁকে যে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে হচ্ছে সে কথা স্বীকার করেছেন মিতালি রাজ। হরমনপ্রীতের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে তিনজনকে, তাঁরা হলেন জেমাইমা রডরিগেড, ইয়াস্তিকা ভাটিয়া ও পুণম রাউত। ভাটিয়া কিপিং করতে পারেন এবং প্রস্তুতি ম্যাচে ৪১ বলে ৪২ রান করেছিলেন অজিদের বিরুদ্ধে। জেমাইমা আবার দ্য হান্ড্রেডে বিধ্বংসী ফর্মে ছিলেন।


জেমাইমাকে খেলানো হবে কিনা সে ব্যাপারে নিশ্চয়তা দেননি পওয়ার। তিনি বলেন, তিনটি ম্যাচ রয়েছে একদিনের সিরিজে। একেকটি ম্যাচ ধরেই পরিকল্পনা করা হবে। শেফালি ভার্মাকেও স্বাভাবিক খেলাই খেলার পরামর্শ দিয়েছেন মিতালি, পওয়ার ও ব্যাটিং কোচ শিবসুন্দর দাস। তবে দায়িত্ব নিয়ে খেলার জন্যই তাঁকে মানসিকভাবে তৈরি রাখা হচ্ছে। ইংল্যান্ডে ভারতের হয়ে নজর কেড়েছিলেন ১৭ বছরের শেফালি। দ্য হান্ড্রেডও শেফালির আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সব কটি ম্যাচেই অন্তত ২৫০ রান করা লক্ষ্য ভারতের। শর্ট পিচ বলের মোকাবিলা যে বেশি করতে হবে তা বুঝে তৈরি রাখা হচ্ছে ব্যাটারদের। বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ঝুলন গোস্বামী। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন মিতালির দল।

English summary
Harmanpreet Kaur Ruled Out Of The First ODI Against Australia Women Due To Thumb Injury. India Women Coach Ramesh Powar Says That A Call On Her Availability For The Second ODI Will Be Taken In Due Course.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X