For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই হরমনপ্রীতের নয়া নজির

Google Oneindia Bengali News

এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় ফিরল ভারতের মহিলা ক্রিকেট দল। লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলছে মিতালি রাজের দল। পঞ্চম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে হরমনপ্রীত কউরের এটি শততম একদিনের আন্তর্জাতিক ম্যাচ।

হরমনপ্রীতের নয়া নজির

হরমনপ্রীতের নয়া নজির

হরমনপ্রীত কউরের মাইলস্টোন ম্যাচ লখনউয়ে। জাতীয় দলের জার্সি গায়ে ভারতের সহ অধিনায়ক এদিন খেলছেন শততম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে এদিন ৪১ বলে ৪০ রান করেন। মেরেছেন ৬টি বাউন্ডারি। হরমনপ্রীতকে শততম ম্যাচ খেলার আগে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।

বর্ণময় কেরিয়ার

বর্ণময় কেরিয়ার

এই ম্যাচ খেলার আগে অবধি ৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে হরমনপ্রীত ২৩৭২ রান করেছিলেন। গড় ৩৪.৮৮। তিনটি শতরান ও এগারোটি অর্ধশতরান রয়েছে হরমনপ্রীতের। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিককে শততম ওয়ান ডে ম্যাচ খেলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হরমনপ্রীত বলেছিলেন, আমার মাথাতেই ছিল না এই পরিসংখ্যান। অনেক দিন বাদে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলছি, সেটাই আবার আমার শততম ম্যাচ। এই বিষয় থেকে এনার্জি নিয়েই ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই।

পঞ্চম ভারতীয় মহিলা

পঞ্চম ভারতীয় মহিলা

হরমনপ্রীতের আগে একশো বা তার বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আরও চারজন ভারতীয় ক্রিকেটার। ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজ ২১০টি ম্যাচ খেলেছেন। মিতালির পরেই ঝুলন গোস্বামী, ঝুলন খেলছেন ১৮৩টি ম্যাচ। অঞ্জুম চোপড়া ১২৭ ও অমিতা শর্মা ১১৬টি ওয়ান ডে খেলেছেন দেশের হয়ে।

ভারতের হার

ভারতের হার

এদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক ধাক্কা সামলে ৫০ ওভারে ভারত করেছে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান। ৮৫ বল খেলে সর্বাধিক ৫০ রান করেছেন অধিনায়ক মিতালি রাজ, চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। হরমনপ্রীত ৪০, দীপ্তি শর্মা ২৭ রান করেন। ব্যাট হাতে ৪ রানের বেশি করতে পারেননি ঝুলন। শবনিম ইসমাইল তিনটি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে দুই উইকেট হারিয়েই ৪০.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। দুটি উইকেটই নিয়েছেন ঝুলন গোস্বামী।

ছবি: বিসিসিআই টুইটার

English summary
India Women vs South Africa Women First ODI In Lucknow. Vice Captain Harmanpreet Kaur Becomes Fifth Indian Woman Cricketer To Play 100th ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X