For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯৫১ কোটি টাকার বিনিময়ে মহিলা আইপিএল-এর মিডিয়া রাইটস অর্জন করে নিল ভায়াকম ১৮

৯৫১ কোটি টাকার বিনিময়ে মহিলা আইপিএল-এর মিডিয়া রাইটস অর্জন করে নিল ভায়াকম ১৮

Google Oneindia Bengali News

ভারতীয় মহিলা ক্রিকেটের দিক দিয়ে ঐতিহাসিক দিন হয়ে থাকবে ১৬ জানুয়ারি ২০২৩। মহিলা আইপিএল-এর জন্য ৯৫১ কোটি টাকার বিনিময়ে পাঁচ বছরের মিডিয়া রাইটস অর্জন করেনিল ভায়াকম ১৮। এই বেসরকারি সংস্থাটির মিডিয়া রাইটস অর্জন করার কথা সোমবার টুইটারে জানান বিসিসিআই সচিব জয় শাহ।

৯৫১ কোটি টাকার বিনিময়ে মহিলা আইপিএল-এর মিডিয়া রাইটস অর্জন করে নিল ভায়াকম ১৮

এর ফলে আগামী পাঁচ বছরের জন্য মহিলা আইপিএল-এর প্রতিটা ম্যাচের মূল্য দাঁড়াবে ৭.০৯ কোটি টাকা। ২৫ জানুয়ারি বিসিসিআই মহিলা আইপিএল-এর পাঁচটি দলের নাম ঘোষণা করবে। সোমবার জয় শাহ টুইট করে লিখেছেন, "শুভেচ্ছা জানাই ভায়াকম ১৮-কে মহিলা আইপিএল-এর মিডিয়া রাইটস পাওয়ার জন্য। বিসিসিআই এবং বিসিসিআই মহিলা দলের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। ৯৫১ কোটি টাকার বিনিয়মে এই রাইটস অর্জন করেছে ভায়াকম যার ফলে প্রতিটি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে ৭.০৯ কোটি টাকা। এটা বিরাট ব্যপার মহিলা ক্রিকেটের জন্য।"

৯৫১ কোটি টাকার বিনিময়ে ভায়াকম এই মিডিয়া স্বত্ত্ব পাওয়ায় ২০২৩ থেকে ২০২৭- এই পাঁচ বছরে প্রতিটা ম্যাচেপ মূল্য দাঁড়াচ্ছে ৭.০৯ কোটি টাকা।

আনক্যাপড ক্রিকেটারদের জন্য দুইটি বিকল্প রাখা হয়েছে। অন্য দিকে, যাঁরা ভারতের হয়ে খেলেছেন বা সেন্ট্রাল কনট্র্যাক্টে রয়েছেন ৩০ লক্ষ, ৪০ লক্ষ বা ৫০ লক্ষ টাকার ক্যাপ নির্বাচক করতে পারেন নিজেদের বেস প্রাইজ হিসেবে। গত বছর প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে গভার্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয় ২০২৩ সাল থেকে বহু আলোচিত আইপিএল শুরু করার।

এখনও জানা যায়নি কবে থেকে শুরু হবে উদ্বোধনী সংস্করণের মহিলা আইপিএল। যা খবর তাতে পুরুষদের আইপিএল শুরু হওয়ার আগেই এই মহিলা আইপিএল সমপন্ন হয়ে যাবে। সেই ক্ষেত্রে মার্চ মাসের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি থেকে মহিলা আইপিএল শুরু হতে পারে।

English summary
Viacom 18 commits 951 Crores and bags Women IPL Media rights for 2023-2027.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X