For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমির সোহেল কী বলেছিলেন তাঁকে? ৯৬' এর ভারত-পাক কোয়ার্টার ফাইনালের গল্প এতদিনে ফাঁস করলেন প্রসাদ

আমির সোহেল কী বলেছিলেন তাঁকে? ৯৬' এর ভারত-পাক কোয়ার্টার ফাইনালের গল্প এতদিনে ফাঁস করলেন প্রসাদ

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আমির সোহেলের বিরুদ্ধে ১৯৯৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের যুদ্ধ এবং জয়ের অনুভূতি কেমন ছিল, তার স্মৃতিচারণা করেছেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ। সোহেল তাঁকে কী বলেছিলেন, তিনি কীভাবে জবাব দিয়েছিলেন, সবটাই ফের জীবন্ত করেছেন প্রসাদ। ঠিক কী বলেছেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার।

কী করেছিলেন সোহেল

কী করেছিলেন সোহেল

ভারত বনাম পাকিস্তানের মধ্যে ১৯৯৬ বিশ্বকাপের হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছিল বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। মাঠ ভর্তি দর্শক ভারতের জয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ভারতের দেওয়া ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন পাকিস্তানি ওপেনাররা। চালিয়ে খেলছিলেন পাক অধিনায়ক আমির সোহেল। ১৫তম ওভার বল করছিলেন ভারতীয় ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ। অফের বাইরে ফেলা শর্ট পিচ বল এক্সট্রা কভার রিজিয়ন দিয়ে বাউন্ডারির রাস্তা দেখিয়েছিলেন সোহেল। এরপর এগিয়ে গিয়ে ব্যাট উঁচিয়ে প্রসাদকে তিনি বলেছিলেন, এভাবেই তাঁকে তিনি চার মারবেন।

প্রসাদের উত্তর

প্রসাদের উত্তর

আমির সোহেলের ওই প্রতিক্রিয়ায় প্রাথমিকভাবে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। এরপর মাথা গরম হলেও তিনি নিজেকে শান্ত করেছিলেন বলেও জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। তাঁর কথায়, সেই সময় রাগের মাথায় তিনি কোনও ভুল করে ফেললে ক্ষতি হত দলের। ভারত বনাম পাকিস্তানের মতো হাই-ভোল্টেজ তথা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ তিনি জিততে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রসাদ। পরের বল একটু আগে ফেলেছিলেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। সরে চালাতে গিয়ে বোল্ড হয়েছিলেন সোহেল। প্রাক্তন পাক অধিনায়ককে আঙুল উঁচিয়ে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন প্রসাদ।

আগে ব্যাট করেছিল ভারত

আগে ব্যাট করেছিল ভারত

১৯৯৬-এর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছিল ভারতীয় ক্রিকেট দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছিলেন ওপেনার নভজোৎ সিং সিধু। ২৫ বলে ৪৫ রানের ঝড়ো এবং অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন অজয় জাদেজা।

পাকিস্তানের জবাব

পাকিস্তানের জবাব

জবাবে ২৪৮ রানেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন পাক অধিনায়ক তথা ওপেনার আমির সোহেল। ৪৮ রান করেছিলেন সৈয়দ আনোয়ার। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ ও অনিল কুম্বলে।

দুর্নীতি মামলায় জয়, করোনা ধাক্কায় ক্ষতির আবহে প্রায় ৮৫০ কোটি পেতে চলেছে বিসিসিআইদুর্নীতি মামলায় জয়, করোনা ধাক্কায় ক্ষতির আবহে প্রায় ৮৫০ কোটি পেতে চলেছে বিসিসিআই

English summary
Venkatesh Prasad remebers his confrontation with Aamir Sohail in 1996 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X