For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরাসরি বল এসে লাগল ভারতীয় দলের অলরাউন্ডারের মাথায়, অল্পের জন্য রক্ষা পেলেন নাইট রাইডার্সের তারকা

সরাসরি বল এসে লাগল ভারতীয় দলের অলরাউন্ডারের মাথায়, অল্পের জন্য রক্ষা পেলেন নাইট রাইডার্সের তারকা

Google Oneindia Bengali News

অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় দলে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। ক্রিকেট মাঠে মাথায় বল লেগে বড় বিপদের উদাহরণ কম নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ফিল হিউজের স্মৃতি আজও টাটকা। একাধিক এই ধরণের ঘটনা বাড়ার পর মাঠের মধ্যে অতি জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স থাকা বাধ্যতামূলক হয়। ফিল হিউজের মতো মারাত্মক কিছু না ঘটলেও মাথায় বল লেগে গুরুতর আঘাত পান ভেঙ্কটেশ আইয়ার।

সরাসরি বল এসে লাগল ভারতীয় দলের অলরাউন্ডারের মাথায়, অল্পের জন্য রক্ষা পেলেন নাইট রাইডার্সের তারকা

শুক্রবার কোয়েম্বাটুরে দলীপ ট্রফির ম্যাচে এমন ঘটে। মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে সেমিফাইনাল ম্যাচ চলছিল। এই ম্যাচের মধ্যে পশ্চিমাঞ্চলের মিডিয়াম পেসার চিন্তন গাজার ফলো থ্রু-তে ছোঁড়া বল সরাসরি গিয়ে লাগে মধ্যাঞ্চলের হয়ে খেলা ভেঙ্কটেশ আইয়ারের হেলমেটে। সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে চলে আসে অ্যাম্বুলেন্স বার করা হয় স্ট্রেচারও। তবে, খুব মারাত্মক ভাবে আগাত না পাওয়ায় নিজের পায়ে হেঁটেই শরীরী পরীক্ষা এবং চিকিৎসা নেওয়ার জন্য মাঠ ছাড়েন ভেঙ্কটেশ। ওই ওভারে আঘাত পাওয়ার আগের বলে ভেঙ্কটেশ গাজার বল সরাসরি বাউন্ডারির বাইরে পাঠান। ছয় হজম করার পর এমনিতেই যে কোনও বোলারের মাথা গরম থাকে। গাজাও ব্যক্তিক্রম নয়। পরবর্তী বল ভেঙ্কটেশ তাঁর দিকে পাঠালে ফলো থ্রু-তে তা গাজা ছুঁরে মারেন ভেঙ্কটেশের দিতে। যন্ত্রণায় তখন মাটিতে গড়িয়ে পড়েন আইয়ার।

প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ভেঙ্কটেশ আবার ক্রিজে আসেন ব্যাটিং করতে কিন্তু ১৪ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ভারতীয় দলের বাম হাতি অলরাউন্ডারের জায়গায় ফিল্ডিং করেন অশোক মেনারিয়া। ভারতের হয়ে দু'টি একদিনর আন্তর্জাতিক ম্যাচ এবং ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন আইয়ার। দুই ওডিআই ম্যাচে তাঁর মোট রান ২৪ এবং ৯টি টি-২০ ম্যাচে ১৩৩ রান করেছেন তিনি এবং সংগ্রহ করেছেন ৫ উইকেট।

English summary
Venkatesh Iyer narrowly escape any major accident as Chintan Gaja's wild throw hits on his head. This happened during semifinal of Duleep Trophy 2022 between Central Zone and West Zone.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X