For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট-মন্ত্রে রোহিতের নেতৃত্বে খেলতে মুখিয়ে ভেঙ্কটেশ, কেকেআর অলরাউন্ডারকে সুখবর প্রথম দেন কে?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে চমকপ্রদ সাফল্য পাওয়ায় টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের প্রস্তুতিতে সহায়তা করার জন্য রেখে দেওয়া হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডারকে অবশ্য এরপরই বাকিদের সঙ্গে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে অংশ নেওয়ার জন্য। আইপিএলের ভালো ফর্ম মধ্যপ্রদেশের হয়েও অব্যাহত রাখায় এবার আইয়ারের জন্য খুলে গেল জাতীয় দলের দরজা। যদিও বিশ্বকাপ চলাকালীনই হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে চাপানউতোরের মধ্যেই হা-হুতাশ শুরু হয়েছিল ভেঙ্কটেশের জন্য।

বিরাট-মন্ত্রে রোহিতের নেতৃত্বে খেলতে মুখিয়ে ভেঙ্কটেশ, কেকেআর অলরাউন্ডারকে সুখবর প্রথম দেন কে?

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয়ার্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১০ ম্যাচে ৩৭০ রান করেন আইয়ার, সর্বাধিক ৬৭। গড় ৪১.১১, স্ট্রাইক রেট ১২৮.৪৭, চারটি অর্ধশতরান পান, মেরেছেন ৩৭টি চার ও ১৪টি ছয়। বল হাতেও ভরসা জুগিয়েছেন, মোট ৮.৩ ওভার বল করে পেয়েছেন তিন উইকেট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোয়ালিফায়ারে ম্যাচের সেরাও হন। ফলে টি ২০ বিশ্বকাপে হার্দিক পাণ্ডিয়ার জায়গায় তাঁকে নিতেই পারতেন নির্বাচকরা। ভুল অবশ্য তাঁরা শোধরানোর চেষ্টা করেছেন নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচনে। ভেঙ্কটেশ আইয়ার সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে অসমের বিরুদ্ধে ৩৭, রেলওয়েজের বিরুদ্ধে অপরাজিত ৫০, গুজরাটের বিরুদ্ধে ৩১, বিহারের বিরুদ্ধে অপরাজিত ৩৬ ও কেরলের বিরুদ্ধে ১ রান করেন। গড় ৫১.৬৬, স্ট্রাইক রেট ১৪০.৯০। ৫টি উইকেটও পেয়েছেন। তবে জাতীয় দলে সুযোগ এখনই পাবেন সেই প্রত্যাশা করেননি। মধ্যপ্রদেশ কেরলের কাছে হারের পর হোটেলে ফিরে নিজের ঘরেই ছিলেন ভেঙ্কটেশ। দরজায় কেউ টোকা মারছেন শুনে দরজা খুলতেই পান সুখবর। তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান সতীর্থ আবেশ খান, আবেশও রয়েছেন নিউজিল্যান্ড সিরিজের দলে।

বিরাট-মন্ত্রে রোহিতের নেতৃত্বে খেলতে মুখিয়ে ভেঙ্কটেশ, কেকেআর অলরাউন্ডারকে সুখবর প্রথম দেন কে?

ভেঙ্কটেশ আইয়ার স্বাভাবিকভাবেই খুশি। টুইটে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। কেকেআর ভেঙ্কটেশকে আগামী মরশুমের জন্য রেখে দিতে পারে বলে জল্পনাও চলছে। আইয়ার বলেন, এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করলেও এবারই যে সুযোগ পাব সেটা আশা করিনি। মাঠে একটা লক্ষ্য নিয়েই নামি, যত বেশি পারি রান তুলে দলের জন্য অবদান রাখতে। ব্যাটিংয়ের জন্য ভেঙ্কটেশ আইপিএলে জনপ্রিয় হলেও ঘরোয়া ক্রিকেটে সব ধরনের ফরম্যাট মিলিয়ে ৮৭টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৪৬টি উইকেট। ভেঙ্কটেশ আইয়ার বলেছেন, আমি একজন অলরাউন্ডার। ভারতীয় দলে যে ভূমিকার জন্য আমাকে দল চাই আমি তৈরি। বিপক্ষকে নিয়ে না ভেবে দলের হয়ে সেরা পারফরম্যান্স উপহার দিতে মুখিয়ে রয়েছি। যে কোনও পজিশনে ব্যাটিং করতে তৈরি, যে কোনও পরিস্থিতিতে ব্যাট করতেও তৈরি।

বিরাট-মন্ত্রে রোহিতের নেতৃত্বে খেলতে মুখিয়ে ভেঙ্কটেশ, কেকেআর অলরাউন্ডারকে সুখবর প্রথম দেন কে?

ভয়ডরহীন ব্যাটিংকেই নিজের প্রধান অস্ত্র বলে মনে করেন ভেঙ্কটেশ। আরসিবি ম্যাচের পর বিরাট কোহলি ভেঙ্কটেশ আইয়ারকে ব্যাটিং নিয়ে নানা টিপস দিয়েছেন। রোহিত শর্মার অধিনায়কত্বে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা আইয়ার বলেন, যে শক্তিশালী দল হয়েছে তাতে রোহিত শর্মার মতো গ্রেট ক্রিকেটারের নেতৃত্বে আমরা ভালোই করব। ভারতীয় দলে থাকাকালীন অনেক কিছু শিখতেও পারব। সবমিলিয়ে রোহিত শর্মার অধিনায়কত্বে খেলার জন্য আমি এক্সাইটেড। ভেঙ্কটেশ আইয়ার আরও জানিয়েছেন, টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের প্রস্তুতির সময় অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গেও কথা হয়েছে। বিরাট কোহলি বলেছেন, নিজের লক্ষ্যের প্রতি ফোকাসড থাকতে। ভালো খেলার জন্য প্রশংসা করে আরও কঠোর অনুশীলন চালিয়ে যাওয়ারও পরামর্শ দেন কোহলি। নিজের খেলার প্রতি ফোকাস থাকার যে পরামর্শ বিরাট দিয়েছেন, সেটা আজীবন কেরিয়ারে মনে রাখবেন বলে জানান আইয়ার।

English summary
Venkatesh Iyer Confident To Continue Good Form Under Rohit Sharma's Captaincy In The Indian Team. He Will Remember Forever Virat Kohli's Tips To Focus On His Game.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X