For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খারাপ সময় অব্যাহত, করোনায় মা-দিদিকে হারানো বেদা এবার বিসিসিআই চুক্তি থেকেও বাদ

করোনায় মা-দিদিকে হারানো বেদা বিসিসিআইয়ের চুক্তি থেকেও বাদ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস কেড়ে নিয়েছে মা ও দিদির প্রাণ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ইংল্যান্ডগামী ভারতের মহিলা ক্রিকেট দল থেকে বাদ পড়েছিলেন বেদা কৃষ্ণমূর্তি। তা বলে মরসুমের শুরুতে তাঁর দিকে যে এমন বাউন্সার ছুটে আসবে, তা হয়তো ভাবতে পারেননি দক্ষিণি অল রাউন্ডার। এবার বিসিসিআইয়ের ২০২০-২০২১ মরসুমের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ে যে শূন্য থেকে শুরু করার সন্ধিক্ষণে দাঁড়িয়ে পড়লেন বেদা, তা বলার অপেক্ষা রাখে না।

খারাপ সময় অব্যাহত, করোনায় মা-দিদিকে হারানো বেদা এবার বিসিসিআই চুক্তি থেকেও বাদ

দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য একদিন আগেই বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছিলেন বেদা। ফোন করে পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ায় বোর্ড সচিব জয় শাহ-কে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছিলেন দক্ষিণি অল রাউন্ডার। তবু বেদা বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়ার পিছনে তাঁর গত এক বছরের খারাপ ফর্মকেই কারণ হিসেবে তুলে ধরছে ভারতীয় বোর্ড। তবে পরিস্থিতির সঙ্গে লড়াই করে বেদা ফের মূলস্রোতে ফিরে আসবেন বলে বিশ্বাস করেন দেশের ক্রিকেট প্রেমীরা।

বিপর্যয় যে ঘটতে চলেছে, তা আগে থেকেই আঁচ করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগামী ইংল্যান্ড সফরের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণায় ছিল এর আভাস। মিতালী রাজ ও হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন যথাক্রমে ওয়ান ডে ও টি২০ শিবির থেকে বেদা কৃষ্ণমূর্তিকে বাদ দেওয়া হয়েছে। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটারের হয়ে কলম ধরেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অল রাউন্ডার লিসা স্থলেকর। দাবি করেছিলেন যে কঠিন সময়ে বেদার প্রতি সহানুভূতি দেখায়নি বিসিসিআই। যদিও সেই দাবি যে নেহাতই এক কল্পনা, তা বিসিসিআই-কে ধন্যবাদ জানানোর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন ভারতের মহিলা অল রাউন্ডার।

করোনা ভাইরাসে মাকে হারানোর দুই সপ্তাহের মধ্যে একই কারণে দিদিকেও হারান বেদা কৃষ্ণমূ্র্তি। জীবনের প্রধান দুই অবলম্বনকে হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে যাওয়া ভারতীয় অল রাউন্ডার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তাও লেখেন। সেই আবহে জাতীয় দল এবং বিসিসিআই চুক্তি থেকে বাদ পড়া যে অল রাউন্ডারের কাছে বড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।

English summary
Veda Krishnamurthy out of the BCCI's annual contract list 2020-21
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X