For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উসমান খাওয়াজার জোড়া শতরানে একাধিক নজির! সিডনিতে কেন বিতাড়িত ৩ দর্শক?

Google Oneindia Bengali News

ড্রয়ের দিকে এগোচ্ছে বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্ট। তিনটি টেস্টে পরাজয়ের পর চতুর্থটি ড্র করলে কিছুটা অক্সিজেন পাবে জো রুটের ইংল্যান্ড। টেস্টের চতুর্থ দিন মাতিয়ে রাখলেন উসমান খাওয়াজা। কামব্যাক টেস্টের দুই ইনিংসেই শতরান হাঁকিয়ে গড়লেন একাধিক নজির। পাঁচে নেমে প্রথম ইনিংসে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত রইলেন ১০১ রানে।

উসমান খাওয়াজার জোড়া শতরানে একাধিক নজির!

২০১৯ সালে রোহিত শর্মার পর উসমান খাওয়াজাই প্রথম কোনও ব্যাটার যিনি টেস্টে দুই ইনিংসেই শতরান করলেন। ওই বছরই স্টিভ স্মিথ বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৪ ও ১৪২ রান করেছিলেন। রোহিত বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ১৭৬ ও ১২৭। এদিন ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৩৮ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন খাওয়াজা। শতরান পূর্ণ করেন ১৩১ বলে। নবম ব্যাটার হিসেবে অ্যাশেজে দুই ইনিংসেই শতরান করার নজির গড়লেন খাওয়াজা। সিডনিতে ডগ ওয়াল্টার্স ও রিকি পন্টিংয়ের পর তৃতীয় ব্যাটার হিসেবে দুই ইনিংসে শতরান হাঁকালেন। ৫ বা তার নীচে ব্যাট করতে নেমে দুই ইনিংসে শতরান করার নজির এর আগে ছিল মাত্র ৯ জনের। ৮৬ রানে চার উইকেট পড়ার পর ক্যামেরন গ্রিনের সঙ্গে জুটি বেঁধে খাওয়াজা দলকে পৌঁছে দিলেন ২৬৫ রান অবধি, যা চলতি সিরিজে সর্বাধিক রানের পার্টনারশিপ।

উসমান খাওয়াজার জোড়া শতরানে একাধিক নজির!

অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৪১৬ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করার পর আজ ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৯৪ রানে। ১১৩ রান করে স্কট বোলান্ডের বলে কট বিহাইন্ড হন জনি বেয়ারস্টো। বোলান্ড ৩৬ রানের বিনিময়ে চারটি উইকেট পেলেন। নাথান লিয়ঁ ও প্যাট কামিন্স দুটি করে উইকেট দখল করেছেন। জস হ্যাজলউড পঞ্চম টেস্টেও খেলতে পারবেন না। এরপর অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২৬৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। ১২২ বলে ৭৪ রান করেন ক্যামেরন গ্রিন। জ্যাক লিচ নেন চারটি উইকেট। ইংল্যান্ড ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তোলার পর দিনের খেলায় যবনিকা পড়ে।

এদিকে, বেন স্টোকস ও জনি বেয়ারস্টোকে উদ্দেশ করে মোটা বলার অপরাধে গতকাল চা বিরতির পর তিন দর্শককে বের করে দেওয়া হয় সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে। গত বছর এই সিডনিতেই ভারতের মহম্মদ সিরাজকে উদ্দেশ করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করায় বের করে দেওয়া হয়েছিল ৬ দর্শককে। তদন্ত শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার স্টোকস ও বেয়ারস্টো ড্রেসিংরুমে ফেরার সময় তাঁদের মোটা বলে অভিহিত করে ওজন কমানোর পরামর্শ দেওয়া হয়। স্টোকস পাত্তা দেননি, তবে বেয়ারস্টোর নাম ধরে দর্শকরা কথা বলায় তিনি দাঁড়িয়ে পড়েন। বেয়ারস্টো পাল্টা কিছু বলেন দর্শককে, পরামর্শ দেন নিজের জায়গায় গিয়ে বসার। পরে বেয়ারস্টো শতরান করেন। সাংবাদিকদের তিনি বলেন, ভালো হতো ওই দর্শকরা শেষ অবধি খেলা দেখতে পারলে। টেস্ট ক্রিকেটের ভালো একটা দিন তাঁরা মিস করলেন! আমরা আমাদের কাজ করি। দর্শকরা বসে খেলা উপভোগ করতেই পারেন। কিন্তু কেউ কেউ সীমা লঙ্ঘন করে ফেলেন। কিন্তু সীমা লঙ্ঘনের ঘটনাকে চিহ্নিত করতে তার প্রতিবাদ করতেই হয়।

English summary
Fourth Test Of The Ashes Series Heading Towards A Draw. Usman Khawaja Became The 9th Player To Score Centuries In Both Innings Of An Ashes Test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X