For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ইন্ডিয়া, ম্যায় আ রাহা হুঁ'! ভিসা জটিলতা কাটিয়ে ভারতে আসার আগে বার্তা অস্ট্রেলীয় তারকা উসমান খোয়াজার

অস্ট্রেলিয়ার টেস্ট দল ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে। সেখানে হবে প্রস্তুতি শিবির। ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছিলেন উসমান খোয়াজা। তবে তিনি আজই বেঙ্গালুরুতে পৌঁছে যাবেন।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে কাটল ভিসা সংক্রান্ত জটিলতা। আজই ভারতে এসে পৌঁছবেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খোয়াজা (Usman Khawaja)। গত মঙ্গল ও বুধবার দুই দলে ভাগ হয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ভারতে এসে পৌঁছলেও সমস্যা তৈরি হয়েছিল খোয়াজার ভারত সফর নিয়ে। যদিও অবশেষে তিনি ভারতে আসার বিমানে বসেই বার্তা দিলেন, ম্যায় আ রাহা হুঁ!

ভিসা জটিলতা কাটল, অস্ট্রেলিয়াকে স্বস্তি দিলেন উসমান

(ছবি- উসমান খোয়াজার ইনস্টাগ্রাম)

অস্ট্রেলিয়ার ভারত সফরে আসার জন্য প্রয়োজনীয় ভিসার অনুমোদন হতে দেরি হয় খোয়াজার ক্ষেত্রে। তাই তিনি বাকি সতীর্থদের সঙ্গে আসতে পারেননি। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টের সিরিজের প্রথম টেস্ট শুরু। তার আগে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার চার দিনের প্রস্তুতি শিবির চলছে। খোয়াজা আজই বেঙ্গালুরু পৌঁছে যাবেন, তারপর অনুশীলনেও নেমে পড়তে পারবেন। উল্লেখ্য, ভারতে আসার আগে বিগ ব্যাশ লিগে খেলা ক্রিকেটাররা সিডনিতে দু-দিনের শিবিরে যোগ দেন। সেখানে ভারতের স্পিন সহায়ক উইকেটের কথা ভেবে চলে বিশেষ পিচে অনুশীলন। অবশ্য সেই শিবিরে খোয়াজা ছিলেন না।

অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ গতকাল সিডনি থেকে ভারতে আসার বিমান ধরেছিলেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে খোয়াজা লেখেন, ভারতের ভিসার জন্য অপেক্ষা করছি। যদিও তার কয়েক ঘণ্টার মধ্যেই স্বস্তি পেয়েছেন খোয়াজা, এমনকী অস্ট্রেলিয়া দলও। সিডনিতে সোমবার রাতে ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে খোয়াজা শেন ওয়ার্নের নামাঙ্কিত বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পান।

খোয়াজার জন্ম পাকিস্তানে। কিন্তু তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। ২০১৩ ও ২০১৭ সালে ভারত সফরে এসেছিলেন। যদিও আগেও তাঁর ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ খেলতে আসার জন্য তাঁর ভিসার আবেদন প্রাথমিকভাবে নাকচ হয়ে গিয়েছিল। এরপর নিউ সাউথ ওয়েলস দলের তরফে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হয়। তারপর মেলে ভারতে আসার প্রয়োজনীয় অনুমতি। ভারতে এখনও একটিও টেস্ট খেলতে পারেননি খোয়াজা। গত বছর ইংল্যান্ড সিরিজে ডাক পাওয়ার পর থেকে তিনি ৭৯.৬৮ গড়ে পাঁচটি শতরান-সহ ১২৭৫ রান করেছেন। অস্ট্রেলিয়ার টপ অর্ডারের বড় ভরসা তিনি। অস্ট্রেলিয়া ভারত সফরে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বের ১ নম্বর টেস্ট দল নিজেদের পছন্দমতো অনুশীলন করবে। টেস্ট সিরিজে যেমন উইকেট হবে তেমনই উইকেট অজিদের জন্য রাখা হচ্ছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।

English summary
Usman Khawaja Has Been Cleared To Join The Australia Squad In India After His Visa Problem. Australia Are Based For A Pre-Series Training Camp Over The Next Four Days In Bengaluru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X