For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপালের বিরুদ্ধে ৩৫ রানে অল আউট হয়ে যুগ্মভাবে তলানিতে আমেরিকা

নেপালের বিরুদ্ধে ৩৫ রানে অল আউট হয়ে তলানিতে আমেরিকা

  • |
Google Oneindia Bengali News

নেপালের বিরুদ্ধে ওয়ান ডে-তে ৩৫ রানে অল আউট হল আমেরিকা। যা বিশ্ব ক্রিকেটে সর্বনিম্ন বলে জানিয়েছে আইসিসি। তালিকায় আমেরিকারই পাশে রয়েছে জিম্বাবোয়ে। ১৬ বছর পর সঙ্গী পলে অ্যান্ডি ফ্লাওয়ারের দেশ।

আইসিসি-র উচ্ছ্বাস

নেপালের কীর্তিপুরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লিগ দুই-র ম্যাচে হোম টিমের মুখোমুখি হয়েছিল আমেরিকা। সেই ম্যাচে ডোনাল্ড ট্রাম্পের দেশকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিয়েছেন সন্দীপ লামিছানেরা। নেপালের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়েছে আইসিসি।

আমেরিকার জঘন্য ব্যাটিং

আমেরিকার জঘন্য ব্যাটিং

ইনিংসের প্রথম দুই ওভারে কোনও রান পায়নি আমেরিকা। উল্টে দ্বিতীয় ওভারে মার্কিন ওপেনার ইয়ান হল্যান্ডের উইকেট তুলে নেন নেপাল তথা দিল্লি ক্যাপিটালসের স্পিনার সন্দীপ লামিছানে। মাত্র ৩টি অতিরিক্ত রান দিয়েছেন নেপালের বোলাররা। বাকি ৩২ রান মার্কিন ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে। আমেরিকার হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছন একমাত্র ওপেনার জাভিয়ার মার্শাল।

লামিছানের ৬

মাত্র ১২ ওভারেই শেষ হয়ে যায় আমেরিকার ইনিংস। নেপালের হয়ে সর্বাধিক উইকেট নেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম সদস্য স্পিনার সন্দীর লামিছানে। ৬ ওভারে বল করে ১৬ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। নেপালের আরও এক স্পিনার সুশান বারি নেন ৪ উইকেট।

১৬ বছর পর রেকর্ড ছোঁয়া

১৬ বছর পর রেকর্ড ছোঁয়া

২০০৪ সালে রাজধানী হারারে-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে মাত্র ৩৫ রানে অল আউট হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বনিম্ন স্কোর করার রেকর্ড ১৬ বছর অক্ষত ছিল অ্যান্ড ফ্লাওয়ারের দেশের কাছে। তাদেরই পাশে একই আসনে বসল আমেরিকা। নেপালের বিরুদ্ধে একই স্কোর তুলতে সক্ষম হয়েছে তারা।

ছবি সৌ: আইসিসি টুইটার

English summary
USA bowl out for joint lowest 35 against Nepal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X