ভারতীয় ক্রিকেটে কলঙ্কের ছিটে, এবার ডোপ পরীক্ষায় ফেল ক্রিকেটার
ভারতীয় ক্রিকেটে কলঙ্কের ছিটে। এবার ওয়াডার পরীক্ষায় ফেল করা তালিকায় নাম উঠে এল এক ভারতীয় ক্রিকেটারের।

বিসিসিআইয়ের অধীনে থাকা ১৫৩ জন ক্রিকেটারের ডোপ পরীক্ষা হয়েছিল ওয়াডায়। বিশ্ব ডোপ-বিরোধী সংস্থার (ওয়াডা) রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালে একজন ভারতীয় ক্রিকেটার ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তাঁর নাম অবশ্য প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, আইপিএল বা ইরানি ট্রফি চলাকালীন সংশ্লিষ্ট ক্রিকেটারকে পরীক্ষা করে নিষিদ্ধ মাদক সেবনের বিষয়টি জানা গিয়েছে।
এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন ক্রিকেটার প্রদীপ সাঙ্গোয়ানের বিরুদ্ধেও নিষিদ্ধ মাদক সেবনের প্রমাণ পাওয়া গিয়েছিল। ২০১৩ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় ডোপ পরীক্ষায় ধরা পড়েন সাঙ্গোয়ান। ফের এক ভারতীয় ক্রিকেটার ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন।
২০১৬ - অ্যান্টি ডোপিং টেস্ট রিপোর্ট অনুযায়ি প্রতিযোগিতা চলাকালীন ১৩৮ জন পরীক্ষা হয়েছিল। তারমধ্যে থেকে একজন ক্রিকেটারের মূত্রের নমুনায় পজিটিভ রিপোর্ট এসেছে। তবে যাঁর রেজাল্ট পজিটিভ এসেছে, তিনি খুব সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটার নন। কারণ তাহলে আইসিসি-র থেকেও রিপোর্ট আসত।
এদিকে বিসিসিআই -ও এই বিষয়ে কিছু খুলতে চাইছে না। তাদের দাবি এখনও চিঠি পাঠানো হয়নি তাই তারাও অভিযুক্ত ক্রিকেটারের নাম জানা যায়নি।