IPL : ধোনি এদিন ফাইনালে উঠে যে রেকর্ড গড়লেন তা আর কারও নেই
যদি বলা হয় রেকর্ডের আর এক নাম মহেন্দ্র সিং ধোনি, তাহলে খুব একটা অত্যুক্তি হবে না। আন্তর্জাতিক ক্রিকেট হোক অথবা আইপিএল, সব জায়গাতেই তিনি এমন সমস্ত রেকর্ড করে বসে রয়েছেন তা এককথায় অবিশ্বাস্য।
এদিন যেমন আইপিএলে এক অনন্য রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। যা আইপিএলের দশ বছরের ইতিহাসে আর কোনও খেলোয়াড়ের নেই।

পুনের হয়ে এই নিয়ে দুটি মরশুম খেললেন ধোনি। গত মরশুমে প্লে অফে না গেলেও এইবছর প্রথম দল হিসাবে আইপিএল ফাইনালে চলে গেল পুনে। সবমিলিয়ে ধোনি আইপিএলের দশবছরে মোট ৭বার ফাইনাল খেলতে চলেছেন।
এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫ সালে আইপিএল ফাইনাল খেলেছেন ধোনি। আর এবছর পুনের হয়ে ফাইনাল খেলবেন ক্যাপ্টেন কুল।
প্রসঙ্গত, এদিন লোয়ার মিডল অর্ডারে নেমে ধোনি মাত্র ২৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তাঁর অনবদ্য ইনিংসের সুবাদে মুম্বইয়ের বিরুদ্ধে ২০ রানে জিতে ফাইনালে চলে গিয়েছে পুনে। পুনে ইনিংসের শেষ দুই ওভারে ৪১ রান তোলে পুনে। ধোনি চারটি বিশাল ছক্কা মেরে দলকে ১৬২/৪ অবস্থায় পৌঁছে দেন।
{promotion-urls}