For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022:উমরানকে জাতীয় দলে সুযোগ দেওয়া নিয়ে বড় মন্তব্য প্রাক্তন নির্বাচক প্রধানের, তুলে আনলেন সিরাজের প্রসঙ্গ

উমরানকে ভারতীয় দলে সুযোগ দেওয়া নিয়ে বড় মন্তব্য এমএসকে'র

Google Oneindia Bengali News

চলতি আইপিএল-এ উমরান মালিকের দুরন্ত গতির বিস্ফোরণ দেখে তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে যেখানে আওয়াজ তোলা হচ্ছে, সেখানে ধীরে চলো নীতি অবলম্বন করার কথা জানালেন বিসিসিআই-এর প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।

ঘরোয়া ক্রিকেট খেলানো উচিৎ উমরান মালিককে:

ঘরোয়া ক্রিকেট খেলানো উচিৎ উমরান মালিককে:

এমএসকে মনে করেন উমরানকে নিয়ে তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। ঘরোয়া ক্রিকেট গোটা একটা মরসুম খেলার পর এবং ইন্ডিয়া এ দলেরর সঙ্গে কয়েকটি সফরের পর আন্তর্জাতিক স্তরে খেলার জন্য পুরোপুরি তৈরি হবেন উমরান মালিক। এই প্রসঙ্গে তিনি হায়দরাবাদের পেসার মহম্মদ সিরাজের প্রসঙ্গ তুলে এনেছেন। এমএসে প্রধান নির্বাচক থাকাকালীন এই একই পদ্ধতির মধ্যে যেতে হয়েছিল সিরাজকে।

এমএসকে প্রসাদের বক্তব্য:

এমএসকে প্রসাদের বক্তব্য:

এমএসকে প্রসাদের কথায়, "আমার মনে হয় ভারতীয় দলে উমরান মালিককে দ্রুততার সঙ্গে সামিল না করে তাঁকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে গ্রুম করা উচিৎ। আমি জানি ১৫০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করাটা একেবারেই সহজ বিষয় নয়। কিন্তু আপনি যদি ওর চয়ন করেন আন্তর্জাতিক সার্কিটের জন্য এবং ও যদি ভাল করতে না পারে, ও হতাশ হয়ে পড়বে এবং করার কিছুই থাকবে না। ঘরোয়া ক্রিকেটে একটা গোটা মরসুম এবং কিছু ইন্ডিয়া এ ট্যুর ওকে মহম্মদ সিরাজের মতোই দক্ষ বোলার করে তুলবে।"

উমরানকে তৈরি করার জন্য সানরাইজার্স হায়দরাবাদকে কৃতিত্ব প্রসাদের:

উমরানকে তৈরি করার জন্য সানরাইজার্স হায়দরাবাদকে কৃতিত্ব প্রসাদের:

উমরান মালিকের মতো এই রকম প্রতিভাবান তরুণ পেসারকে তুলে আনার জন্য এবং লাগাতার তাঁকে সুযোগ দিয়ে বিভিন্ন পরিস্থিতিতে দক্ষ করে তোলার জন্য সানরাইজার্স হায়দরাবাদকে কৃতিত্ব দিয়েছেন এমএসকে প্রসাদ। তিনি বলেছেন, "আমি জানি খুব কম ক্রিকেটারের ১৫০কিমি/ঘণ্টা গতিতে বোলিং করার ক্ষমতা রাখেন। ওর বোলিং আমি উপভোগ করি। সানরাইজার্স হায়দরাবাদের অবশ্যই এর জন্য কৃতিত্ব প্রাপ্য, ওরা ওর (উমরানের) পাশে থেকেছে।"

চলতি আইপিএল-এ উমরান মালিকের পারফরম্যান্স:

চলতি আইপিএল-এ উমরান মালিকের পারফরম্যান্স:

এই আইপিএল-এ ক্রমাগত গতির ঝড় তুলেই চলেছেন উমরান মালিক। ১৫৩ বা ১৫৪ কিমি বেগে বোলিং করাটা এখন তাঁর কাছে জল-ভাতের মতো হয়ে দাঁড়িয়েছে। শুধু এই আইপিএল-এই নয়, গত বছর আইপিএল-এও ১৫০কিমি/ঘণ্টা বেগে বোলিং করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। উমরান দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ১৫৬.৯কিমি/ঘণ্টা বেগে বোলিং করেছেন। আইপিএল ২০২২-এ বেগুনী টুপির লড়াইয়ে আট নম্বরে রয়েছেন। ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫ উইকেট। সেরা বোলিং ফিগার ৫/২৫।

English summary
Umran Malik should play a full season in domestic cricket and few A tours before getting call in Senior India team feels MSK Prasad. It will help him to become more lethal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X