আইপিএল নিয়ে বিসিসিআইয়ের চূড়ান্ত ঘোষণার দিকে তাকিয়ে আমিরশাহী
করোনা ভাইরাসের আবহে চলতি বছরের আইপিএল যে ভারতে হবে না, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ইভেন্ট যে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হবে, তাও আগ বাড়িয়ে জানিয়ে দিয়েছেন প্যাটেল। তা সত্ত্বেও এ ব্যাপারে বিসিসিআইয়ের চূড়ান্ত ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড।

কী বক্তব্য আমিরশাহীর
চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আগেভাগে মুখ খুললেও আইপিএল আয়োজন নিয়ে বিসিসিআইয়ের তরফে লিখিত অনুমতি চায় সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ড। একই সঙ্গে আইপিএল আয়োজন করতে যে তারা পুরোপুরি তৈরি, তাও তারা জানিয়েছে। ক্রিকেটার সবরকম নিরাপত্তার আশ্বাস দিয়েছে আমিরশাহী সরকার।

কী বলেছিলেন প্যাটেল
কেন্দ্রীয় সরকারের অনুমতি এখনও অপেক্ষারত। তার আগেই আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দেন যে করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে ভারতে কোনওভাবেই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। অগত্যা সংযুক্ত আরব আমিরশাহীতেই চলতি মরশুমের আইপিএল হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্যাটেল।

সরকারি অনুমতি
আইপিএল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তরফে অনুমতি পাওয়ার খবর বিসিসিআইয়ের তরফে জানানো হয়নি। অথচ টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতেই সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে সরকারি শিলমোহর যে প্রয়োজন, তা আর বলার অপেক্ষা রাখে না। বকলমে সেই অনুমতি মিলেছে বলেই আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের কথা থেকে আঁচ করে নিচ্ছে ক্রিকেট মহল।

জিসি বৈঠক
বিসিসিআই সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষেই বৈঠকে বসতে চলেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। ভিডিও কিংবা টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা অংশ নেবেন বলেও খবর।

আইপিএলের সূচি
আইপিএল যে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে, সে ব্যাপারে বিসিসিআই আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে গোপন সূত্রে জানা গিয়েছে। ৭ কিংবা ৮ নভেম্বর আইপিএলের ফাইনাল হতে পারে বলে মনে করা হচ্ছে। অগাস্টের শুরুতে আইপিএলের সম্পূর্ণ সূচি ঘোষণা করা হবে বলে খবর।
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আইপিএলকে নিশানা পাক কিংবদন্তির