For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপাল অল আউট ৮ রানে, ইউএই-র জয় ৭ বলে! অনূর্ধ্ব ১৯ মহিলা টি ২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে আজব ঘটনা

Google Oneindia Bengali News

মালয়েশিয়ায় চলছে আইসিসি অনূর্ধ্ব ১৯ মহিলা টি ২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লড়াই। এশিয়া থেকে বিশ্বকাপের টিকিট আদায়ের লক্ষ্যে নেমে লজ্জার নজির গড়ল নেপাল। রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহীর মেয়েরা জয় ছিনিয়ে নিলেন মাত্র ৭ বলেই। কোনও উইকেট না হারিয়ে। তার আগে নেপাল অল আউট হয়ে যায় মাত্র ৮ রানে।

 টি ২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে আজব ঘটনা

টস জিতে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহীর দুই বোলার মাহিকা গৌড় ও ইন্দুজা নন্দকুমারের বিরুদ্ধে শুরু থেকেই অস্বস্তিতে পড়ে নেপাল। ব্যাটিং অর্ডারে ধস নামায় মাত্র ৮.১ ওভারে ৮ রানেই শেষ হয়ে যায় নেপালের ইনিংস। স্নেহ মাহারা সর্বাধিক ৩ রান করেন ১০ বল খেলে। ছয় ব্যাটার আউট হন শূন্য রানে। মাহিকার ৪ ওভারে ২টি মেডেন, ২ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন। ইন্দুজা ৪ ওভারে ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। সামাইরা ধামিধারকা ১টি বল করে সেটিতেই উইকেট তুলে নিয়েছেন। জবাবে খেলতে নেমে ১.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর ওপেনাররা জয় নিশ্চিত করেন। তীর্থা সতীশ ৪ ও লাবণ্য কেনি ৩ রানে অপরাজিত থাকেন।

এই টি ২০ বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ার খেলছে ভুটান, নেপাল, তাইল্যান্ড, কাতার ও সংযুক্ত আমিরশাহী। যারা কোয়ালিফায়ারে জিতবে তারা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। আইসিসি অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি ২০ বিশ্বকাপের আসর প্রথমবার বসছে দক্ষিণ আফ্রিকায়, সামনের জানুয়ারিতেই। নেপাল ইউএই-র বিরুদ্ধে ৮ রানে গুটিয়ে গিয়ে হারলেও প্রথম ম্যাচে অবশ্য জয় পেয়েছিল। কাতারকে ৩৮ রানে শেষ করে জয় ছিনিয়ে নিয়েছিল ৭৯ রানে।

English summary
UAE Under-19 Women's Team Bowled Out Nepal Under-19 Team For Just Eight Runs In T20 WC Qualifier. Nepal Fell For Eight Runs In 8.1 Overs Before The UAE Openers Completed The Thrashing In Just 7 Balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X