For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : সেরা হওয়ার প্রতিশ্রুতি আমিরশাহী ক্রিকেট বোর্ডের

আইপিএল ২০২০ : সেরা হওয়ার প্রতিশ্রুতি আমিরশাহী ক্রিকেট বোর্ডের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে এবারের আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে বিবেচিত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আমিরশাহী ক্রিকেট বোর্ড। তাঁদের দাবি, এই ইভেন্ট ক্রিকেট প্রেমীদের মনে স্মরণীয় হয়ে থাকবে। ঠিক কী বলেছেন আমিরশাহী বোর্ডের কর্তারা, তে জেনে নেওয়া যাক।

কী বললেন উসমানি

কী বললেন উসমানি

আমিরশাহী ক্রিকেট বোর্ডের সাধারণ সচিব মুবাশশির উসমানি জানিয়েছেন, আইপিএল সফলভাবে আয়োজন করতে ইতিমধ্যেই সে দেশের সরকার, দুবাই-আবু ধাবি-শারজাহ স্পোর্টস কাউন্সিলের সঙ্গে প্রতিনিয়ত সংযোগস্থাপন করে এগোনো হচ্ছে। কারণ ওই তিন শহরেই অনুষ্ঠিত হবে আইপিএলের সব ম্যাচ। টুর্নামেন্টের ব্যবস্থাপনার থেকেও ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়টি অতি মাত্রায় প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুবাশশির উসমানি।

আরব যাচ্ছে বিসিসিআই দল

আরব যাচ্ছে বিসিসিআই দল

করোনা ভাইরাসের আবহে আইপিএলের ব্যবস্থাপনা এবং সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে বিসিসিআইয়ের এক দল কয়েক দিনের মধ্যে সংযুক্ত আমিরশাহীতে যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আইপিএলের প্রতি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাও দেশের শীর্ষ ক্রিকেট নিয়ামক সংস্থাকে অনুসরণ করবেন বলে জানানো হয়েছে। আরবে আমিরশাহী ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি সে দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বললেন ভারতীয় প্রতিনিধিরা। দুবাই, আবু ধাবি এবং শারজাহের মাঠগুলি তাঁরা পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে।

বিসিসিআইয়ের সবুজ সংকেত

বিসিসিআইয়ের সবুজ সংকেত

গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে আমিরশাহী ক্রিকেট বোর্ড। যেখানে বোর্ডের চেয়ারম্যান শেখ নাহায়ান মুবারক আল নাহায়ান জানান, চলতি বছরের আইপিএল আয়োজন করার জন্য বিসিসিআই তাঁদের সম্পূর্ণ ছাড়পত্র দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সে দেশের সরকারের পদক্ষেপে তাঁরা আপ্লুত বলেও জানান নাহায়ান।

আইপিএলের সম্পূর্ণ সূচি

আইপিএলের সম্পূর্ণ সূচি

করোনা ভাইরাসের আবহে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। মোট ৫৩ দিনের এই ইভেন্টে ফাইনাল সহ মোট ৬০টি ম্যাচ খেলা হবে। আইপিএলের সম্পূর্ণ সূচি আমিরশাহী ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে প্রকাশ করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

হঠাৎ কী এমন হল যে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা জমা দিলেন ধোনি!হঠাৎ কী এমন হল যে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা জমা দিলেন ধোনি!

English summary
UAE is sure to produce best possible IPL of the history of tournament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X