আবু ধাবিতে নাইটদের টিম হোটেলে রাজকীয় আয়োজন, ছবিতে দেখুন দীনেশদের টিম রুম
করোনায় কাঁপছে বিশ্ব। তাই আইপিএলে খেলতে আবুধাবিতেও ক্রিকেটাদের নিয়ে কড়া কোভিড নিরাপত্তা। ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু। তার আগে চলতি সপ্তাহে ফ্র্যাঞ্চাইজিগুলিগুলির ভারতীয় ক্রিকেটাররা আমিরশাহী পৌঁছে গিয়েছেন। সেখানে প্রতিটি দলই এখন হোটেলে আইসোলেশন পর্বে দিন কাটাচ্ছেন। দীর্ঘ সময়ের ক্রিকেট টুর্নামেন্টের বেশিরভাগ সময়টাই ক্রিকেটারদের এবছর হোটেল কাটাতে হবে। ফলে ক্রিকেটারদের একঘেয়েমি গ্রাস করার আশঙ্কা রয়েছে। সেটা কাটাতে তাই নাইট রাইডার্সের দলে দীনেশ-নারিনদের জন্য একাধিক পরিকল্পনা তৈরি রাখছে কেকেআর ম্যানেজমেন্ট।

ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য গুরুত্ব
লম্বা ক্রিকেট টুর্নামেন্টের পুরোটাই বায়ো বাবল সুরক্ষা মেনে খেলা হবে। সেক্ষেত্রে মাঠের অনুশীলন ও ম্যাচ ছাড়া ক্রিকেটাররা পুরো সময়টাই হোটেলে বন্দি থাকবেন। সেই কারণেই ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা ঠিক রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কেকেআরের টিম রুম কেমন?
তাই কেকেআর ম্যানেজমেন্ট টিম রুমে একাধিক ইন্ডোর গেমেসের ব্যবস্থা রাখছে। বিলিয়ার্ড, টেবিল টেনিস যেমন থাকছে, ঠিক তেমনি ক্রিকেটারদের চাঙ্গা রাখতে বেশ কয়েকটি নতুন আকর্ষণীয় গেমও রাখতে চলেছে কেকেআর। সোমবার দলের টিম রুম কেমন হবে, সেই ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজি।

আমিরশাহী চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর
শেষবার ২০১৪ সালে আমিরশাহীতে আইপিএল খেলতে এসে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে দ্বিতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ছয় বছর পর আমিরশাহীতে টুর্নামেন্ট খেলতে এসে নাইটরা ইতিহাসের পুরনাবৃত্তি করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

নতুন জুটি
কেকেআর অধিনায়ক হিসেবে দীনেশ কার্তিকের এটি দ্বিতীয় বছর। অন্যদিকে এই প্রথম নাইট দলের কোচের ভূমিকায় ব্রেন্ডন ম্যাকুলাম। ম্যাকুলাম- কার্তিক জুটি ইউএইতে সাফল্য দিতে পারে কিনা দেখার।
ছবি সৌজন্যে কেকেআর টুইটার