For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ, আইপিএলে এবার বিশ্বকাপে খেলা কোন ক্রিকেটার কোন দলে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ, আইপিএলে এবার বিশ্বকাপে খেলা কোন ক্রিকেটার কোন দলে

  • |
Google Oneindia Bengali News

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শেষ।২৩ বল বাকি থাকতে হাড্ডাহাড্ডি ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমবারের জন্য আইসিসি'র ট্রফি জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ফাইনালে রানার্স হয়ে ক্রিকেটের যুব বিশ্বকাপে অভিযান শেষ করল প্রিয়ম গর্গ অ্যান্ড কোম্পানি। এবার একনজরে দেখে নেওয়া যাক, দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলা ভারতীয় কোন ক্রিকেটার আইপিএলে কোন দলে খেলবেন।

বিশ্বকাপের সর্বাধিক রান প্রাপক যশস্বী

গলি থেকে রাজপথে উত্থানের কাহিনি। ঘর ছেড়ে মুম্বইয়ে এসে ক্রিকেট খেলেছেন। স্বপ্ন দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলা। সেই স্বপ্ন পূরণ করতে দিন রাত ক্রিকেট নিয়ে পরিশ্রম। মাঝে ছুটির কয়েক ঘন্টায় ক্রিকেট ও জীবন যাপনের জন্য আর্থিক অভাব মেটাতে ফুচকা বিক্রি। সেখান থেকে দেশের জার্সিতে বিশ্বকাপে সুযোগ। বাকিটা ইতিহাস। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের এবারের আসরে সর্বাধিক ৪০০ রান হাঁকিয়ে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যশস্বী। আগামী দিনে তাঁকে আইপিএলে খেলতে দেখা যাবে।

আইপিএলে কত কোটিতে বিক্রি হয়েছেন যশস্বী

নিলামে কেকেআর ও রাজস্থানের মধ্যে যশস্বীকে নেওয়ার জন্য টক্কর হয়েছিল। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বাঁ-হাতি ওপেনারের নূন্যতম মূল্য ছিল ২০ লক্ষ টাকা। শুরুতে মুম্বই ও কেকেআরের মধ্যে দর কষাকষি নিয়ে টক্কর শুরু হয়। যার শেষটায় হয়েছিল কেকেআর-রাজস্থানের দড় হাঁকানোয়। শেষ পর্যন্ত ২.৪০ কোটি টাকায় রাজস্থান রয়্যালস যশস্বীকে দলে নিয়েছে। এবছর অজিঙ্ক রাহানে রাজস্থান ছেড়েছেন। সেক্ষেত্রে তাঁর পরিবর্তে রাজস্থানের হয়ে যশস্বীকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।

আইপিএলে কোন দলে রবি বিষ্ণোই

আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন রবি বিষ্ণোই। তাঁকে ২ কোটি টাকায় দলে নিয়েছে পঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দড় কষাকষি হলেও শেষটায় পঞ্জাব তাঁকে দলে নেয়। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বিষ্ণোই সর্বোচ্চ ১৭টি উইকেট পেয়েছেন। এবার আইপিএলে তিনি এই বোলিং পারফর্ম্যান্স ধরে রাখতে পারেন কিনা দেখার। উল্লেখ্য ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে এবছর পঞ্জাবের কোচ হয়ে দায়িত্ব নিয়েছেন। সেক্ষেত্রে কেরিয়ারের শুরুতেই কুম্বলের মতো আইকনের থেকে বোলিং শেখার সুযোগ পাবেন বিষ্ণোই।

কার্তিক ত্যাগী

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অন্যতম সফল পেসার কার্তিক। তাঁকে ১.৩০ কোটি টাকায় দলে নিয়েছে রাজস্থান। নিলামে পঞ্জাবের সঙ্গে হাড্ডাহাড্ডি লডা়ই হলেও শেষ পর্যন্ত কার্তিককে রাজস্থান দলে নিয়েছে।

আকাশ সিং

বেস প্রাইস ২০ লক্ষ টাকায় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের তারা আকাশ সিংকে রাজস্থান রয়্যালস দলে নিয়েছে।

 প্রিয়ম গর্গ

প্রিয়ম গর্গ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক প্রিয়ম গর্গকে নিলামে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দড়় কষাকষিতে পঞ্জাব ল়ড়াই দিলেও শেষ পর্যন্ত সানরাইজার্স ১.৯০ কোটিতে প্রিয়মকে দলে নিয়েছে।

English summary
U19 Cricket World Cup 2020:yashasvi jaiswal to ravi bishnoi, who can star in ipl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X