For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানকড় কাণ্ডের পর অশ্বিন-বাটলার খেলবেন একই দলে, মিমের বন্যা টুইটারে

Google Oneindia Bengali News

এখনও পর্যন্ত আইপিএল নিলাম ২০২২-এর সবচেয়ে আলোচিত বিডগুলির মধ্যে একটি হয়ে উঠেছে, রাজস্থান রয়্যালসের ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়া। যাকে তারা ৫ কোটি টাকায় কিনেছে। কিন্তু তাঁকে দলে নেওয়া আলোচনায় উঠে এসেছে টাকার অঙ্কের জন্য নয়। আসলে তাঁকে এমন দল নিয়েছে যে দলে আছেন জস বাটলার , যাকে মানকড় আউট করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় অফস্পিনার।

মানকড় কাণ্ডের পর অশ্বিন-বাটলার খেলবে একই দলে, মিমের বন্যা টুইটারে

তাই তাকে রাজস্থান দলে কেনার সঙ্গে সঙ্গে ক্রিকেট ভক্তরা টুইটারে একটি মিম ফেস্ট শুরু করে দিয়েছেন। ঘটনা ২০১৯ সালের। রাজস্থানের তারকা ব্যাটার জস বাটলারকে ওই আইপিএলে মানকড় আউট করেছিলেন অশ্বিন। ওই ঘটনার জন্য ক্রিকেট ভক্ত এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রচুর সমালোচনা শুনতে হয়েছিল তাকে। সমর্থনও পেয়েছিলেন। তবে একটা বড় বিতর্ক হয়েছিল। এই বিতর্কের পর থেকেই, অশ্বিন, মানকর আউট করার সুযোগ থাকলেও, তা করেননি।

টুইটার এ নিয়ে মিম করা চালু করে দিয়েছে। কারণ একসময় যারা ওই ঘটনাকে কেন্দ্র করে খবরের শীর্ষে এসেছিলেন তারাই এখন একই দলের হয়ে খেলবে। এই প্রসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ টুইট করেছেন। 'রাজস্থানে অশ্বিন। হাহাহা। এবার দেখব কেমন ভাবে বাটলারের সঙ্গে সাথে মানকড় ষড়যন্ত্র করা হয়।' আকাশ চোপড়া টুইট করেছেন, "অশ্বিন এবং বাটলার একই দলে। 'স্পিরিট অফ দ্য গেম' নিয়ে আর কোনো আলোচনা হবে না।" দিল্লি ক্যাপিটাল টুইট করেছে, ।
'বাটলার এবং অশ্বিন একই ফ্র্যাঞ্চাইজিতে!!!!'

কেউ কেউ মোদী মমতার একই বিমান যাত্রার ছবি টুইট করে অশ্বিন , বাটলার প্রসঙ্গ নিয়ে মজা করেছেন কেউবা হরভজন সাইমন্ডস মাঙ্কি গেটের পর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার ছবি টুইট করে মিম বানিয়েছেন। কেউ আবার 'এমন একটি ছবি টুইট করেছেন যেখানে বাটলার বলছেন অশ্বিনকে দেখে এই ছেলেটাকে আমি চিনি'।

এদিকে রাজস্থান রয়্যালসের সিইও জ্যাক লুশ ম্যাকক্রাম জানিয়েছেন, 'আমরা নিলামের আগে জসের সঙ্গে কথা বলেছিলাম এবং খেলোয়াড়দের আমাদের সমস্ত অগ্রাধিকারের মাধ্যমে কথা বলেছিলাম। স্পষ্টতই, ও ওই বিষয়টিকে মাথা থেকে সরিয়ে দিয়েছে।'এই বছরের নিলামটি ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক হবে কারণ প্রতিটি দলের পার্স হ্রাস করা হয়েছে। বেঙ্গালুরুতে এই বছরের আইপিএল ২০২২ মেগা নিলামে ৬০০ জন খেলোয়াড়ের একটি তালিকা দেখানো হয়েছে। দুটি নতুন দল - গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস যোগ করার সাথে, ১০ টি দল ইভেন্টে অংশ নেবে। পরবর্তী ২ দিনের মধ্যে হাতুড়ির নিচে যাওয়ার জন্য ৫৯০ জন খেলোয়াড়কে শর্টলিস্ট করা হয়েছে। ৫৬১.৫ কোটি টাকার সর্বোচ্চ পার্স সহ দলগুলি দুই দিনের মেগা নিলামে যাবে। এই টাকায় ১৫ তম মরসুমের জন্য তাদের স্কোয়াড তৈরি করতে চাইবে৷

English summary
Twitter rolls as ashwin Butler in same team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X