For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Sachin Tendulkar: শুভেচ্ছার জোয়ারে ভাসলেন সচিন, আইপিএল ফ্রাঞ্চাইজি থেকে সতীর্থ-সমর্থক, সচিন বন্দনা সর্বত্র

Sachin Tendulkar: শুভেচ্ছার জোয়ারে ভাসলেন সচিন, আইপিএল ফ্রাঞ্চাইজি থেকে সতীর্থ-সমর্থক, সচিন বন্দনা সর্বত্র

Google Oneindia Bengali News

এপ্রিল ২৪-কে বিশ্ব ক্রিকেটের এক ঐতিহাসিক দিন হিসেবে গণ্য করা যেতে পারে কারণ এই দিনই জন্ম গ্রহণ করেছিলেন সচিন তেন্ডুলকর। ডন ব্র্যাডম্যান পরবর্তী জামানায় মহারাষ্ট্রের এই কিংবদন্তিকেই ক্রিকেটের ঈশ্বর মানা হয়।

Sachin Tendulkar: শুভেচ্ছার জোয়াড়ে ভাসলেন সচিন, আইপিএল ফ্রাঞ্চাইজি থেকে সতীর্থ-সমর্থক, সচিন বন্দনা সর্বত্র

১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বইয়ের এক মারাঠী পরিবারে জন্ম নেন সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় মাত্র ১৬ বছর বয়সে। তাঁর অবদান ক্রিকেটকে এক অন্য স্তরে পৌঁছে দিয়েছে। টেস্টে তাঁর সংগ্রহ ১৫৯২১ রান এবং ওডিআই ক্রিকেটে তিনি করেছেন ১৮৪২৬ রান। কেরিয়ারে ২০০টি টেস্ট এবং ৪৬৩ একদিনের ম্যাচ তিনি খেলেছেন।

আরও এক বছর বয়স বাড়ার সঙ্গে শুভেচ্ছার জোয়াড়ে ভাসলেন লিটল মাস্টার। সোশ্যাল মিডিয়ায় তাঁর সতীর্থ, আইপিএল ফ্রাঞ্চাইজি সব তাঁর অসংখ্য অনুগামী তাঁকে বিশেষ দিনে শুভেচ্ছা জানান।

চেন্নাই সুপার কিংসের টুইটার হ্যান্ডেলে সচিনকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, "একাধিক দশক ধরে স্ট্যান্ডে দাঁড়িয়ে জনতাকে শিস দিতে বাধ্য করা এবং সম্মান গ্যালারি ভর্তি মানুষের থেকে সম্মান আদায় করে নেওয়া সেই বিশেষ মানুষকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা।"

কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে টুইটারে, "সরাসরি লক্ষ লক্ষ্য হৃদয়কে চালিত করা সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা।"

টুইটারে দিল্লি ক্যাপিটালস লিখেছে, "প্রত্যেক বছর আমরা চেষ্ট করি সেই শব্দ খুঁজে বের করার যা সচিন তেন্ডলুকরের অবদানকে এক কথায় বোঝাতে পারে কিন্তু প্রতিবারই আমরা ব্যর্থ হই। কোটি কোটি ভারতীয়কে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষকে ক্রিকেট ভালবাসতে শেখানো মানুষটিক জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা।"

সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটে লিখেছে, "দুই দশক ধরে নিজের কাঁধের উপর কোটি কোটি মানুষের স্বপ্নকে বয়ে নিয়ে চলা মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।"

মাস্টার ব্লাস্টারকে শুভেচ্ছা জানিয়েছে তাঁর নিজের ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স এবং বিসিসিআই-ও। বিসিসিআই-এর পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছা বার্তায় বলা বলা হয়েছে, "৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ১০০টি আন্তর্জাতিক শতরান, ২০১টি আন্তর্জাতিক উইকেট। সচিন তেন্ডুলকরকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা।"

লিটল মাস্টারের জন্মদিনে গৌতম গম্ভীর তাঁর এবং সচিনের একটি ছবি টুইট করে লিখেছেন, "সত্যিকারের একজন কিংবদন্তি এবং তার থেকেও ভাল মানুষ। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা তোমায়। ভগবান আশীর্বাদ করুন।"

ভিভিএস লক্ষ্মণ সচিনকে শুভেচ্ছা জানিয়েও টুইট করেছেন।

এছাড়া তাঁর অসংখ্য ভক্তও এই বিশেষ দিনে টুইট করেছেন। সচনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্সার বিজেন্দ্র সিং লিখেছেন, "শুভ জন্মদিন ভগবান জি!"

English summary
Sachin Tendulkar turns 49 today, Twitter pour in love and he flood in wishes as cricket legend's turns 49 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X