For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ক্রিকেটাররা 'ধোবি কা কুত্তা'! বিতর্কিত কঙ্গনার নজিরবিহীন পোস্ট মুছল টুইটার

ভারতীয় ক্রিকেটাররা 'ধোবি কা কুত্তা'! বিতর্কিত কঙ্গনার নজিরবিহীন পোস্ট মুছল টুইটার

  • |
Google Oneindia Bengali News

কৃষক আন্দোলনের ভয়াবহ আগুনে যখন গোটা দেশ জ্বলছে, তখন এই ইস্যুতে কার্যত কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ানো ভারতীয় ক্রিকেটারদের নজিরবিহীনভাবে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিতর্কিত এই ভারতীয় অভিনেত্রীর অতি বিতর্কিত পোস্টটি মুছে দিয়েছে টুইটার। কী এমন লিখলেন কঙ্গনা।

ভারতীয় ক্রিকেটারদের আক্রমণ

ভারতীয় ক্রিকেটারদের আক্রমণ

সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা সহ যে যে ভারতীয় ক্রিকেটার কৃষক আন্দোলন ইস্যুতে পরোক্ষে সরকার পক্ষকেই সমর্থন করেছেন, তাঁদের 'ধোবি কা কুত্তা' বলে আক্রমণ শানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। এক টুইটে অভিনেত্রী সরাসরি দাবি করেছেন যে ক্রিকেটাররা নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশই পালন করছেন। কঙ্গনার কথায়, কৃষকরা নিজেদের দাবির জন্য লড়াই করছেন। প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির লালকেল্লায় সন্ত্রাসবাদীরা হিংসা চালিয়েছেন বলেও অভিযোগ করেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী।

টুইট মুছে ফেলা হল

টুইট মুছে ফেলা হল

মূলত টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার টুইকে রি-পোস্ট করেই ভারতীয় ক্রিকেটারদের এভাবে আক্রমণ শানান কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর ওই পোস্ট বিতর্ক তৈরি করতেই সেটি ডিলিট করে দেয় বা মুছে ফেলে টুইটার।

বিদেশ থেকে মাথাব্যাথা

বিদেশ থেকে মাথাব্যাথা

প্রায় দুই মাস ধরে চলতে থাকা কৃষক আন্দোলন অন্য মাত্রা নেয়, যখন প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির লালকেল্লায় ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। বিষযটি সোশ্যাল মিডিয়ায় এত লেখালেখি হয় যে, তাতে নাক গলানোর সুযোগ পেয়ে যান মার্কিন পপ তারকা রিহানা, মিয়া খালিফা, জয় সিন ও গ্রেটা থানবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা। প্রত্যেকেই কৃষকদের পক্ষ নিয়ে কথা বলে।

কোন দিকে ক্রিকেটাররা

কোন দিকে ক্রিকেটাররা

কৃষক আন্দোলন নিয়ে বিদেশী সেলেবদের মাথাব্যাথার পাল্টা হিসেবে সোশ্যাল মিডিয়ায় #IndiaTogether ও #IndiaAgainstPropaganda ট্যাগ তৈরি করে প্রচার শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তাতে ভারতীয় ক্রিকেটাররা অংশ নিয়েছেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকর, ভারত অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান, প্রাক্তনী সুরেশ রায়না, অনিল কুম্বলে সহ একাধিক ব্যক্তিত্ব কেন্দ্রের ওপর আস্থা রেখে অভ্যন্তরীণভাবে সমস্যা সমাধানের জন্য গলা তুলেছেন।

জঙ্গলমহল আর উত্তরবঙ্গই কী একুশের ভোটের 'কি ফ্যাক্টর', টার্গেট ৯৮ আসন, কোন রণনীতিতে শান দিচ্ছেন মমতাজঙ্গলমহল আর উত্তরবঙ্গই কী একুশের ভোটের 'কি ফ্যাক্টর', টার্গেট ৯৮ আসন, কোন রণনীতিতে শান দিচ্ছেন মমতা

English summary
Twitter deletes Kangana Ranaut's post as she attacks Indian cricketers on farmers protest issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X