For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খোলা থাক স্টাম্প মাইক, শোনা যাক সব স্লেজিং! 'লাদেন' মইন আলির অদ্ভুত চাহিদা

জো রুটকে অনুপযুক্ত মন্তব্য করার জন্য আইসিসি শ্যানন গ্যাব্রিয়েলকে অভিযুক্ত করার পর মইন আলি চান স্টাম্প মাইকে সব স্লেজিং শোনার ব্যবস্থা করা হোক।
 

  • |
Google Oneindia Bengali News

ইংরেজ অধিনায়ক জো রুটকে সমকাম-বিদ্বেষী মন্তব্য করে ৪ ম্য়াচ নির্বাসিত হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার শ্যানন গ্যাব্রিয়েল। আর এরপরই আরেক ইংরেজ ক্রিকেটার মইন আলি দাবি করলেন স্টাম্প মাইক সবসময়ের জন্য খোলা থাকুক, যাতে সব স্লেজিং শোনা যায়। এর আগে আত্মজীবনিতে এই ক্রিকেটার অভিযোগ করেছিলেন ২০১৫ অ্যাসেজ সিরিজে এক অস্ট্রেলিয় ক্রিকেটার তাঁকে 'ওসামা' বলে ডেকেছিলেন।

খোলা থাক স্টাম্প মাইক, শোনা যাক সব স্লেজিং

গ্যাব্রিয়েল ঠিক কী বলেছিলেন তা শোনা না গেলেও তার উত্তরে রুট বলেছিলেন, 'সমকামি হওয়া কোনও অপরাধ নয়'। স্টাম্প মাইকে ধরা পড়া সেই উত্তরের সূত্র ধরেই তদন্ত করে আইসিসি। গ্যাব্রিয়েল তাঁর দোষ স্বীকার করে নেন।

এরপরই মইন দাবি করেছেন, স্টাম্প মাইক সবসময়ের জন্যই খোলা থাকুক। তাহলে এই রকম আপত্তিকর মন্তব্য শুনে অপরাধীদের শাস্তিও দেওয়া যাবে, আবার ক্রিকেটারদের মধ্যের আদাপ্রদান শুনে আনন্দও পাবেন দর্শকরা। তিনি জানিয়েছেন ব্যক্তিগত আক্রমণ কখনই মেনে নেওয়া যায় না।

তবে গ্যব্রিয়েলকে এমনিতে ভাল মানুষ বলেই দাবি করেছেন তিনি। জানিয়েছেন, সমাজই এমন, যে উত্তপ্ত মুহূর্তে ভাল মানুষরাও এইরকম মন্তব্য করে ফেলেন।

এর আগে ২০১৫ সালের অ্যাশেজ সিরিজে, কার্ডিফে প্রথম টেস্ট চলাকালীন াতাঁর ধর্মের দিকে ইঙ্গিত করে এক অস্ট্রেলিয় ক্রিকেটার তাঁকে ওসামা বিন লাদেনের নাম ধরে ডেকেছিলেন বলে দাবি করেছিলেন মঈন। তিনি জানিয়েছেন সেই ঘটা পৌঁছেছিল ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিসের কানেও। বেলিস তা জানিয়েছিলেন অস্ট্রেলিয় কোচ ডারেল লেম্য়ানকে।

লেম্যান ওই অস্ট্রেলিয় ক্রিকেটারকে ডেকে ওই বিষয়ে জিজ্ঞাসাবাদও করেছিলেন। কিন্তু সে নাকি তখন তা অস্বীকার করে জালিয়েছিল, 'ওসামা' নয়, মঈনকে মাঠে তিনি 'পার্টটাইমার' বলেছিলেন। আত্মজীবনিতে মঈন জানিয়েছিলেন সেই কথা মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। সেইসময় স্টাম্প মাইক চালু থাকলে হয়ত আসল ঘটনাটা প্রকাশ পেত।

English summary
Moeen Ali wants sledging to be audible on stump microphones after Shannon Gabriel was charged by the ICC for inappropriate comments made to Joe Root.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X