For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাইট ফ্যানেদের জন্য সুখবর! বাদশার দলকে চ্যাম্পিয়ন করে আইপিএলে আসছেন নেপথ্য নায়ক

নাইট ফ্যানেদের জন্য সুখবর! বাদশার দলকে চ্যাম্পিয়ন করে আইপিএলে আসছেন নেপথ্য নায়ক

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের ঢাকে কাঠির আর ৮ দিন বাকি। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে শুরু আইপিএল। কোটি টাকার ক্রিকেট লিগ শুরুর আগে শাহরুখের মুখে হাসি ফোটাল ত্রিনবাগো নাইট রাইডার্স। বাদশার দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল। দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম নেপথ্য নায়ক কোচ ব্রেন্ডন ম্যাককুলাম।

নাইটদের চ্যাম্পিয়ন করে আইপিএলে আসছেন ম্যাককুলাম

নাইটদের চ্যাম্পিয়ন করে আইপিএলে আসছেন ম্যাককুলাম

আসন্ন মরসুমের আইপিএলে প্রথমবারের জন্যে কলকাতা নাইট রাইডার্স দলে কোচের ভূমিকায় রয়েছেন ব্রেন্ডন ম্যাককুলাম। আইপিএলে আসার আগে ক্যারিবিয়ান লিগে শাহরুখের ত্রিনবাগো দলকে চ্যাম্পিয়ন করে, ভারতের কেকেআর ফ্যানদের ভালো পারফর্ম্যান্সের স্বপ্ন দেখালেন কিউয়ি কোচ। প্রসঙ্গত কোচ হিসেবে এটাই ম্যাককুলামের প্রথম টি-২০ ট্রফি জয়।

ম্যাককুলামের কোচিংয়ে ইতিহাসের পাতায় নাম তুলল নাইটব্রিগেড

ম্যাককুলামের কোচিংয়ে ইতিহাসের পাতায় নাম তুলল নাইটব্রিগেড

এই প্রথমবার ম্যাককুলামের কোচিংয়ে ইতিহাস লিখল ত্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে লিগের সবকটি ম্যাচ জিতে সিপিএল চ্যাম্পিয়ন হল ত্রিনবাগো নাইট রাইডার্স। ২০২০ সালে তারা লিগ পর্বে টানা ১০টি ম্যাচ জেতে। এরপর সেমিফাইনাল ও ফাইনালে দুরন্ত জয় পোলার্ড অ্যান্ড কোম্পানি। নিউজিল্যান্ডের কোচ ম্যাককুলামের হাত ধরে টানা ১২ ম্যাচ জিতে ট্রফি জিতে নিল ত্রিনবাগো নাইট রাইডার্স।

সফল কোচের হাতে ধরে আইপিএল ট্রফি জিততে পারবে কি দীনেশরা

সফল কোচের হাতে ধরে আইপিএল ট্রফি জিততে পারবে কি দীনেশরা

বৃহস্পতিবার ত্রিনবাগো নাইট রাইডার্স দলের চ্যাম্পিয়ন হওয়া দেখে ম্যাককুলামের হাত ধরে এবার দীনেশের কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে বলে অনেকে আশা রাখছেন। ছয় বছর আগে ২০১৪ সালে আমিরশাহী আইপিএলে শেষবার কেকেআর ট্রফি জিতেছিল। এবার দীনেশ-ম্যাককুলাম জুটি আমিরশাহীতে শাহরুখের মুখে হাসি ফোটাতে পারে কিনা, সেটাই এখন দেখার।

এক নজরে ফাইনালে কোন পথে নাইটদের জয়

এক নজরে ফাইনালে কোন পথে নাইটদের জয়

এদিন টস জিতে ত্রিনবাগো নাইট রাইডার্স ফিল্ডিং নিয়ে জুকসকে ১৫৪ রানে বেধে রাখে। বল হাতে নাইট অধিনায়ক পোলার্ড ৪ ওভারে ৩০ রান খরচে ৪টি উইকেট নেন। এই রান তাড়া করতে নেমে ১৯ রানে ২ উইকেট হারালেও সিমন্স ও ব্র্যাভো আর উইকেট পড়তে দেননি। ডান বাম জুটির ১৩৮ রানের পার্টনারশিপে নাইট রাইডার্স ফাইনাল জিতে নেয়। দলের হয়ে লেন্ডল সিমন্স ৪৯ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। চার নম্বরে নেমে বাঁ-হাতি ড্যারেন ব্র্যাভো ৪৭ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ২০১৫, ২০১৭ ও ২০১৮ সালের পর চতুর্থ বারের জন্য ২০২০ সালে সিপিএল চ্যাম্পিয়ন হল ত্রিনবাগো নাইট রাইডার্স।

English summary
Trinbago knight riders win Cpl 2020 Final under Coach brandom mccallum, who will now take care of kkr in ipl 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X