For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের টাইটেল স্পনসরশিপ নিয়ে বিসিসিআইকে ভর্ৎসনা বণিক সমাজের, ক্রীড়া মন্ত্রীকেও চিঠি!

আইপিএলের টাইটেল স্পনসরশিপ নিয়ে বিসিসিআইকে ভর্ৎসনা বণিক সমাজের, ক্রীড়া মন্ত্রীকেও চিঠি!

  • |
Google Oneindia Bengali News

চিনের আর্থিক সাহায্যে পুষ্ট ড্রিম ইলেভেনকে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে নির্বাচন করায় বিসিসিআইকে আক্রমণ শানাল দেশের বণিক সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি। এই ইস্যুতে দেশের ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজুকেও চিঠি লিখেছে প্রতিবাদিরা। বণিজ সমাজের দাবি, দেশের আবেগ নিয়ে ছেলেখেলা করছে বিসিসিআই।

ক্রীড়া মন্ত্রীকে চিঠি সিএআইটি-এর

ক্রীড়া মন্ত্রীকে চিঠি সিএআইটি-এর

বিসিসিআইয়ের বিরুদ্ধে দেশের ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজুকে চিঠি লেখেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি। তাতে অভিযোগ করা হয়েছে, চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে চিনা সংস্থাকে সরিয়ে কেবল চোখে ধুলো দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। আদতে দেশের শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ইচ্ছা বিসিসিআইয়ের নেই বলে দাবি করেছে সিএআইটি।

কেন এই ক্ষোভ

কেন এই ক্ষোভ

ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন কোনও চিনা সংস্থা নয়। বরং ভারতীয় সংস্থা। ৭৩৬ কোটি টাকা মূল্যের ড্রিম ইলেভেন তৈরি হয়েছিল ২০১২ সালে। হরিশ জৈন এবং ভাবিত শেঠের হাত ধরে পথ চলতে শুরু করা এই সংস্থা ভারতের প্রথম অনলাই ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। ভারতের একমাত্র গেমিং সংস্থা হিসেবে ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করেছে ড্রিম ইলেভেন। তবে এই সংস্থায় স্টিডভিউ, কালারি ক্যাপিটাল, থিঙ্ক ইনভেস্টমেন্টস, মাল্টিপলস ইকুইটি এবং টেন্সেন্টের মতো চিনা ফার্ম বিনিয়োগ রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার ১০ শতাংশ স্টেক কিনে বসে থাকা শেনজেনও যে চিনা সংস্থা, তা জানতেও কারও বাকি নেই। ড্রিম ইলেভেনের ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার চিনা টেকনোলজি জায়ান্ট টেকনেটের হাতে রয়েছে বলেও খবর। এর এখানেই ক্ষোভ উগড়ে গিয়েছে সিএআইটি।

বণিক সমাজের বক্তব্য

বণিক সমাজের বক্তব্য

লাদাখ সীমান্তে চিনা সেনার হাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে ভিভোকে সরিয়ে দেওয়ার দাবিতে মুখর হয়েছিল সিএআইটি। নানামুখী চাপে অবশেষে সরতেই হয় চিনা সংস্থাকে। সিদ্ধান্তকে স্বাগত জানায় দেশের বণিক সমাজে। পরিবর্তে কোনও নিখাদ ভারতীয় সংস্থাকে আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব না দিয়ে চিনা মদতপুষ্ট ড্রিম ইলেভেনের হাতে খাদ্য তুলে দেওয়াকেও দেশ-বিরোধী কার্যকলাপ হিসেবে দেখছে সিএআইটি।

দায়িত্বে ড্রিম ইলেভেন

দায়িত্বে ড্রিম ইলেভেন

সীমান্ত সমস্যাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক চাপানউতোরে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ ছেড়ে দিয়েছে ভিভো। চিনা সংস্থার পরিবর্ত খুঁজতে দরপত্র আহ্বান করেছিল বিসিসিআই। ২২২ কোটি টাকা দর হাঁকিয়ে আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব পেয়েছে ড্রিম ইলেভেন।

English summary
Traders' body is not happy with BCCI as it awarded IPL 2020 title sponsorship rights to Dream11
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X