For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বউ-বাচ্চা সামলানো দায়, হিমশিম খাচ্ছে ভারতীয় বোর্ড! বিশ্বকাপে কী হবে, আগাম দুশ্চিন্তা

দীর্ঘ সফরের সময় ব্যবস্থাপনার দিক থেকে ক্রিকেটারদের পরিবারদের সামলানো কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিসিসিআই। 
 

  • |
Google Oneindia Bengali News

লম্বা বিদেশ সফরে ভারতীয় বোর্ডের বর্তমান নীতি অনুযায়ী ক্রিকেটাররা দুই সপ্তাহ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে রাখার অনুমতি পান। বিরাট কোহলির আবেদনে সাড়া দিয়ে এই সময়টা বাড়াতে সম্মত হয়েছিল। কিন্তু এক সর্বভারতীয় পত্রিকার খবর অনুযায়ী ক্রিকেটারদের পারিবারিক সদস্যরা সঙ্গে থাকলে, তাঁদের ব্যবস্থাপনার আয়োজন সামলানো বোর্ডের কর্মীদের পক্ষে দুরূহ হয়ে পড়ছে।

পরিবারকে সঙ্গে রাখার অনুমতি থাকায় ক্রিকেটাররা স্ত্রী-প্রেমিকার পাশাপাশি অনেকসময় বাচ্চাদেরও সঙ্গে রাখছে। কখনও কখনও থাকছে বাচ্চাকে দেখাশোনা করার সহায়িকাও। ফলে সব মিলিয়ে ভারতীয় সফরকারী দলের সদস্য সংখ্য়াটা অনেক বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তাদের যাতায়াতের ব্যবস্থা থেকে হোটেলে ঘর পাওয়া - সমস্ত ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে বোর্ডকে।

অস্ট্রেলিয়ায় বিভীষিকা

অস্ট্রেলিয়ায় বিভীষিকা

অস্ট্রেলিয়া সফরটা ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য খুব ভাল গেলেও এই লম্বা সফর প্রায় বিভূষিকা হয়ে উঠেছিল বোর্ডের কর্মীদের জন্য। ক্রিকেটারদের পরিবারের সদস্যদের মিলিয়ে সফরকারী দলের সদস্য দাঁড়িয়েছিল ৪০। দুটি বাস ভাড়া নিয়েও সামাল দিতে পারেনি বোর্ড।

অর্থ সমস্য়া নেই

অর্থ সমস্য়া নেই

ক্রিকেটাররা তাঁদের পরিবারকে কাছে রাখতে চাইলে বোর্ডের অন্তত আর্থিক কোনও সমস্য়া নেই। ক্রিকেটাররাই তাঁদের পারিবারিক সদস্যদের বাড়তি খরচ বহন করে থাকেন। কিন্তু সমস্য়া হচ্ছে তাদের থাকা খাওয়া যাতায়াতে ব্যবস্থাপনা করতে গিয়ে।

কোন কোন ক্ষেত্রে সমস্য়া

কোন কোন ক্ষেত্রে সমস্য়া

বোর্ডের কর্মীরা জানিয়েছেন সমস্যার শুরু হয় একেবারে বিমানের টিকিট পাওয়া থেকে। যেহেতু পরিবারের সদস্যরা থাকায় সফরকারী দলের সদস্য সংখ্য়া অত্যন্ত বেড়ে যায় তাই টিকিট পাওয়া নিয়ে ঝঞ্ঝাটে পড়তে হয় বোর্ডকে। একই কারণে সমস্যা থাকে হোটেলে ঘর পাওয়া থেকে ম্য়াচের টিকিটের ব্যবস্থা করা, যাতায়াত - মাঠের বাইরের ব্যবস্থাপনার প্রতি পদক্ষেপেই।

বিশ্বকাপে কী হবে?

বিশ্বকাপে কী হবে?

এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডে। ৩০ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ জুলাই পর্যন্ত। গ্রুপের ম্যাচের স্থান কাল জানা থাকলেও নক আউট পর্বের সূচি ভারতের ফলের উপর নির্ভর করপবে। বিশ্বকাপেও এই পরিবার-বাহিনী থাকলে কী হবে তাই ভেবে এখন থেকেই আতঙ্কিত বোর্ডের কর্মীরা।

ক্ষোভ বেড়েছে অস্ট্রেলিয়ায়

ক্ষোভ বেড়েছে অস্ট্রেলিয়ায়

সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফর বোর্ড কর্মীদের ক্ষোভ আরও বাড়িয়েছে। তাঁরা বলছেন এমন বেশ কিছু ক্রিকেটার ছিলেন যাঁরা নিয়মিত দলে সুযোগ পান না। অথচ তারাও পুরো পরিবার নিয়ে সফর করেছেন। এই বিশষয়ে নিয়ন্ত্রণ থাকা দরকার বলে দাবি করছেন তাঁরা।

English summary
BCCI finds it logistically tough to manage cricketers' families during lengthy tours. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X