For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিলামে ভাগ্যপরীক্ষা মন্ত্রী মনোজ-সহ বাংলার ১৪ জনের! সচিন-পুত্র অর্জুনের অবস্থান কী?

  • |
Google Oneindia Bengali News

ঝাড়াই-বাছাইয়ের পর আইপিএলের মেগা নিলামে ভাগ্যপরীক্ষা ৫৯০ জন ক্রিকেটারের। বেঙ্গালুরুতেই চলতি মাসের ১২ ও ১৩ তারিখ হবে নিলাম। পঞ্চদশ আইপিএলে অংশ নিতে দল গড়বে ১০টি ফ্র্যাঞ্চাইজি। নিলামে যে ক্রিকেটারদের নাম উঠবে তাঁদের মধ্যে ২২৮ জন রয়েছেন যাঁরা জাতীয় দলের হয়ে খেলেছেন, ৩৫৫ জনের আন্তর্জাতিক অভিষেক হয়নি। অ্যাসোসিয়েট দেশগুলি থেকে সুযোগ মিলেছে ৭ জনের। বাংলা থেকে ১৪ জন ক্রিকেটারের নাম রয়েছে এই তালিকায়।

শামি-ঋদ্ধির পরেই মনোজ

শামি-ঋদ্ধির পরেই মনোজ

বাংলার ক্রিকেটারদের মধ্যে মহম্মদ শামির বেস প্রাইস সবচেয়ে বেশি (২ কোটি)। ঋদ্ধিমান সাহা (১ কোটি), তারপরই রয়েছেন মনোজ তিওয়ারি। ব্যাটারদের মধ্যে বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রীর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। আইপিএলের ২০২০ সালের নিলামে অবিক্রিত ছিলেন মনোজ। তিনি বাংলার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে না খেললেও রঞ্জি ট্রফি খেলবেন। মনোজ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা নাইট রাইডার্স, রাইজিং পুনে সুপারজায়ান্ট ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মোট ৯৮টি আইপিএল ম্যাচ খেলেছেন। ১৬৯৫ রান রয়েছে, সাতটি অর্ধশতরান-সহ, উইকেট পেয়েছেন ১টি। পাঞ্জাবের হয়ে ২০১৮ সালে শেষবার আইপিএল খেলেছেন মনোজ। সেবার তাঁকে ১ কোটিতে নিয়েছিল পাঞ্জাব।

বাংলার বাকিরা

বাংলার বাকিরা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলা বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। বাংলার বাকি সকলের বেস প্রাইসই ২০ লক্ষ টাকা। উইকেটকিপারদের তালিকায় নাম রয়েছে ঋদ্ধি ছাড়াও শ্রীবৎস গোস্বামী ও কাইফ আহমেদের। অলরাউন্ডার প্রয়াস রায় বর্মণ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়দের ভাগ্যপরীক্ষা হবে মেগা নিলামে। ডানহাতি পেসার আকাশ দীপ, ঈশান পোড়েল ও মুকেশ সিং-এর নাম রয়েছে তালিকায়। ব্যাটারদের মধ্যে নাম রয়েছে সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরন ও ঋত্ত্বিক রায়চৌধুরীর।

কোন দেশের কত ক্রিকেটার?

কোন দেশের কত ক্রিকেটার?

৩৭০জন ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি ২২০ জন বিদেশির ভাগ্যপরীক্ষা হতে চলেছে আইপিএলের মেগা নিলামে। আফগানিস্তানের ১৭, অস্ট্রেলিয়ার ৪৭, বাংলাদেশের ৫, ইংল্যান্ডের ২৪, আয়ারল্যান্ডের ৫, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, শ্রীলঙ্কার ২৩, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবোয়ের ১, নামিবিয়ার ৩, নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ১ জন করে এবং স্কটল্যান্ডের ২ জন ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। ২ কোটির বেস প্রাইস রয়েছে মোট ৪৮ জন ক্রিকেটারের। দেড় কোটি ও এক কোটি টাকার বেস প্রাইস যথাক্রমে ২০ ও ৩৪ জন ক্রিকেটারের।

অর্জুনের ভাগ্যপরীক্ষা

অর্জুনের ভাগ্যপরীক্ষা

অর্জুন তেন্ডুলকরের নাম রয়েছে এই তালিকায়। অর্জুনকে গত বছরের নিলামে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে আইপিএল অভিষেক হয়নি। এবার ২০ লক্ষের বেস প্রাইস রয়েছে সচিন-পুত্রর।

English summary
Total Of 590 Cricketers Including 14 From Bengal Set To Go Under The Hammer During IPL Mega Auction. MOS Of Sports Manoj Tiwary Among Shortlisted Cricketers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X