For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টসে হারা বিরাটকে জয়ী ঘোষণা, টি-টোয়েন্টি ম্যাচের টস স্ক্যানারের নিচে

ভারত বনাম শ্রীলঙ্কা একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচে নাকি টসেই জেতেন নি বিরাট কোহলি, সামনে এল বিস্ফোরক তথ্য 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

৯-০ শ্রীলঙ্কা সফরে অভিযান শেষ করার পর হঠাৎই বিতর্কে ভারতীয় দল। টি-টোয়েন্টি ম্যাচের টস ঘিরে এখন স্পটলাইট।

বুধবার শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে ৭ উইকটে জয়লাভ করে ভারতীয় দল। টেস্ট, একদিনের ম্যাচ পকেটে পুড়েও টি-টোয়েন্টি পকেটে পুড়েছে ভারত। কিন্তু এই টি-টোয়েন্টি ম্যাচেও কলঙ্কের ছিটে। যদিও ভুলটা অবশ্য ইচ্ছাকৃত নয়।

টসে হারা বিরাটকে জয়ী ঘোষণা, টি-টোয়েন্টি ম্যাচের টস স্ক্যানারের নিচে

ঘটনার ভিডিও ফুটেজ ইঙ্গিত করছে হঠাৎই একটা অনিচ্ছাকৃত ভুলের মাসুল দিল শ্রীলঙ্কা। টস যখন হয় তখন দুই দলের অধিনায়ক, ম্যাচ রেফারি ও অফিসিয়াল প্রেজেন্টার সঙ্গে থাকেন। অফিসিয়াল প্রেজেন্টার সকলকে পরিচয় করিয়ে দেন। তারপর ম্যাচ রেফারি দুই দলের অধিনায়ককে জিজ্ঞাসা করেন কে কী নেবেন। এরকমই সব ঘটেছিল। মুরলী কার্তিক সকলকে পরিচয় করিয়ে দেওয়ার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিজের কাজ করেন। কয়েন ঘুরে পড়ার পর পাইক্রফট বলেন টেলস ইন্ডিয়া। কিন্তু এরপরই গন্ডগোল করে ফেলেন অফিসিয়াল অ্যানাউন্সার। মুরলী কার্তিক বলেন হেডস বলে এগিয়ে যান বিরাটের দিকে। তারপর যা হয়েছে তা সবাই দেখেছে।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/UIk5XE31_aw" frameborder="0" allowfullscreen></iframe>

এখন প্রশ্ন অনেকগুলি। কার্তিক রেফারির কথা ভুল শুনেছিলেন, নাকি পাইক্রাফট বিরাটের কল ভুল শুনেছিলেন। আর যদি পুরো ঘটনার জন্য মুরলী কার্তিক দায়ি হন, তাহলে কেন পাইক্রফট এগিয়ে গিয়ে নিজের পয়েন্ট বুঝিয়ে দিলেন না। কেন আটকালেন না মুরলী কার্তিককে বিরাটের সঙ্গে আলোচনায় যাওয়ার জন্য।

English summary
Toss dispute comes in play in India vs Sri Lanka T-20 match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X