For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের সেরা তিন ব্যাটিং পারফরম্যান্সে আলোকিত কারা?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের সেরা তিন ব্যাটিং পারফরম্যান্সে আলোকিত কারা?

  • |
Google Oneindia Bengali News

ইতিহাসের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। বিরাট কোহলিদের পক্ষে কাজটা কঠিন জেনেও ভাল কিছুর স্বপ্ন দেখছেন অনেকে। দুই দলের ব্যাটিং ও বোলিং বিভাগের লড়াই যে তুল্যমূল্য হবে, তা নিশ্চিত। সেই আবহে কিউয়িদের বিরুদ্ধে টেস্টে ভারতের সেরা তিন ব্যাটিং পারফরম্যান্স দেখে নেওয়া যাক।

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

২০০৩ সালের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (তৎকালীন সর্দার প্যাটেল স্টেডিয়াম বা মোতেরা) গুরুত্বপূর্ণ টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৩৮৭ বলে ২২২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রাহুল দ্রাবিড়। ২৮টি চার ও একটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই টেস্ট ড্র হয়েছিল।

মহম্মদ আজহারউদ্দিন

মহম্মদ আজহারউদ্দিন

১৯৯০ সালের নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ অকল্যান্ডে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ওই টেস্টে ২৫৯ বলে ১৯২ রান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২৬টি চার এসেছিল আজহারের ব্যাট থেকে। সেই ম্যাচও ড্র হয়েছিল।

বিনু মানকড়

বিনু মানকড়

১৯৫৬ সালে চেন্নাইয়ের চিপকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক টেস্টে দ্বিশতরান করেছিলেন বিনু মানকড়। ভারতীয় দলের জার্সিতে সেই ম্যাচে ২৩১ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন কিংবদন্তি। গ্রেট পঙ্কজ রায়ের (১৭৩) সঙ্গে মানকড়ের ৪১৩ রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছিল। ১০৯ রানে ওই টেস্ট ম্যাচও জিতেছিল ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ভরসা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ভরসা

সাম্প্রতিক সমীক্ষার প্রেক্ষিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। ওপেনার রোহিত শর্মার পারফরম্যান্সও এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

English summary
Top three batting performances by Indian cricketers against New Zealand in test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X