For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাজ্জি থেকে যুজি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে আগুন ঝরানো বোলিং স্পেল

ভাজ্জি থেকে যুজি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে আগুন ঝরানো বোলিং স্পেল

  • |
Google Oneindia Bengali News

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট সিরিজের সাফল্য এবং ব্যর্থতা ভুলে ২০ ওভারের ফর্ম্যাটে নিজেদের উজাড় করে দিতে মুখিয়ে রয়েছেন দুই দলের ক্রিকেটাররা। সিরিজে ভারত এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার কিছু ঝকঝকে বোলিং পারফরম্যান্স দেখে নেওয়া যাক।

হরভজন সিং

হরভজন সিং

শ্রীলঙ্কার কলোম্বোয় ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ইংল্যান্ডকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ওই ম্যাচ দেশকে জিতিয়েছিলেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। তার মধ্যে দুই ওভার মেডেন দিয়েছিলেন ভাজ্জি।

কুলদীপ যাদব

কুলদীপ যাদব

২০১৮ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। ম্যাচে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে একই ইংল্যান্ডকে শেষ করে দিয়েছিলেন ভারতের বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব।

যুজবেন্দ্র চাহাল

যুজবেন্দ্র চাহাল

২০১৭ সালে বেঙ্গালুরুতে আরও এক টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০২ রান করেছিল ভারত। জবাবে ১২৭ রানে শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ২৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।

শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ

শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামী ১২ মার্চ ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে আরও চারটি ২০ ওভারের ম্যাচ খেলবে দুই দল।

এক বনাম দুইয়ের লড়াই শুরুর আগেই ধাক্কা খেলেন ভারতের এই ক্রিকেটারএক বনাম দুইয়ের লড়াই শুরুর আগেই ধাক্কা খেলেন ভারতের এই ক্রিকেটার

English summary
Top performances by Indian bowlers against England in T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X