For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম নিউজিল্যান্ড : সেরা বোলিং পারফরম্যান্সের দিকে নজর ফেরানো যাক

ভারত বনাম নিউজিল্যান্ড : সেরা বোলিং পারফরম্যান্সের দিকে নজর ফেরানো যাক

  • |
Google Oneindia Bengali News

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে ব্যাক্তিগত ক্যারিশমার নিরিখে ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতকে এগিয়ে রেখেছেন। যদিও ঘরোয়া পরিবেশে নিউজিল্যান্ড যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা বলাই বাহুল্য। লাল বলের ক্রিকেটে দুই দেশের মুখোমুখি সাক্ষাতে কিছু ব্যক্তিগত সেরা বোলিং পারফরম্যান্সের দিকে নজর ঘোরানো যাক।

সেরা বোলিং পারফরম্যান্সের দিকে নজর ফেরানো যাক

সেরা বোলিং পারফরম্যান্সের দিকে নজর ফেরানো যাক

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে ব্যাক্তিগত ক্যারিশমার নিরিখে ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতকে এগিয়ে রেখেছেন। যদিও ঘরোয়া পরিবেশে নিউজিল্যান্ড যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা বলাই বাহুল্য। লাল বলের ক্রিকেটে দুই দেশের মুখোমুখি সাক্ষাতে কিছু ব্যক্তিগত সেরা বোলিং পারফরম্যান্সের দিকে নজর ঘোরানো যাক।

এরাপল্লি প্রসন্ন

এরাপল্লি প্রসন্ন

১৯৭৬ সালে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারত। এমন একটা সময়, যখন বিশ্ব ক্রিকেটে কার্যত ত্রাসে পরিণত হয়েছেন ভারতের স্পিন লেজেন্ড এরাপল্লি প্রসন্ন, শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন, ভগবত চন্দ্রশেখর ও বিষেণ সিং বেদী। সেবার অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে ২৬৬ রানে অল-আউট হয়েছিল নিউজিল্যান্ড। ওই ইনিংসে ভগবত চন্দ্রশেখর ও এরাপল্লি প্রসন্ন ভারতের হয়ে যথাক্রমে ৬ ও ৩ উইকেট নিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে সুনীল গাভাস্করের ১১৬ ও সুরিন্দর অমরনাথের ১২৪ রানের দৌলতে ৪১৪ তোলে ভারত। দ্বিতীয় ইনিংসে ২১৫ রানে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ৭৬ রান দিয়ে ৮ উইকেট নেন ভারতীয় স্পিনার এরাপল্লি প্রসন্ন। ম্য়াচ ৮ উইকেটে জেতে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে এরাপল্লি প্রসন্নের দুর্দান্ত বোলিং রেকর্ড বুকে স্থান পায়।

স্যার রিচার্ড হাডলি

স্যার রিচার্ড হাডলি

১৯৭৬ সালেই ভারত ও নিউজিল্যান্ডের মধ্য টেস্ট সিরেজের তৃতীয় ম্যাচ হয়েছিল ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ওই ম্যাচ হেরেছিল ভারত। সৌজন্যে নিউজিল্যান্ড তথা বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার রিচার্ড হাডলির ৭ উইকেট। যা দুই দলের মুখোমুখি লড়াইয়ে অন্যতম সেরা বোলিং পারফরম্যান্সও ধরা হয়ে থাকে।

সাইমন ডোউল

সাইমন ডোউল

১৯৯৮ সালে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুই দলের মধ্যে সিরিজের প্রথম তথা বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের শতরান সত্ত্বেও সেই ম্যাচ হেরে গিয়েছিল ভারত। ৬৫ রান খরচ করে ৭ জন ভারতীয় ব্যাটসম্যানকে আউট করা নিউজিল্যান্ডে প্রাক্তন ফাস্ট বোলার সাইমন ডোউল ছিলেন সেই জয়ের কারিগর।

গ্যারি বার্টলেট

গ্যারি বার্টলেট

১৯৬৮ সালে ক্রাইস্টচার্চে হওয়া ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ জিতেছিল হোম টিম। কিউয়ি বোলার গ্যারি বার্টলেটের ৬ উইকেট ভারতের হাত থেকে ম্যাচ বার করে নিয়ে যায়।

বাপু নন্দকর্নি

বাপু নন্দকর্নি

১৯৬৮ সালেই ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আরও একটি টেস্ট হবে। ম্য়াচ জিতেছিল ভারত। ৬ উইকেট নিয়েছিলেন ভারতীয় স্পিনার বাপু নন্দকর্নি।

English summary
Top individual bowling performances in India vs New Zealand test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X