For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজিভূমে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে শেষ ৪ লড়াইয়ের ফল জেনে নেওয়া যাক

অজিভূমে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে শেষ ৪ লড়াইয়ের ফল জেনে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

আর চার দিন পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ২৭ নভেম্বর থেকে দুই দলের মধ্যে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে। শেষ হাসি কারা হাসবে, সে তো সময় বলবে। তার আগে অজিভূমে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চার ম্যাচ দেখে নেওয়া যাক। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এগিয়ে কোন দল, তাও জেনে নেওয়া যাক।

২০১৬ সালের প্রথম ওয়ান ডে

২০১৬ সালের প্রথম ওয়ান ডে

২০১৬ সালের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৯ রান করেছিল অস্ট্রেলিয়া। ১৬৩ বলে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ৯৭ বলে ৯১ রান করেছিলেন বিরাট কোহলি। চার বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। ১৩৫ বলে ১৪৯ রান করেছিলেন স্টিভ স্মিথ। ১২০ বলে ১১২ রান করেছিলেন জর্জ বেইলি।

২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল

২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল

অস্ট্রেলিয়ায় হওয়া ২০১৫ সালের বিশ্বকাপে হোম দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রান করেছিল অস্ট্রেলিয়া। ৯৩ বলে ১০৫ রান করেছিলেন স্টিভ স্মিথ। মাত্র ২৩৩ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ৬৫ বলে ৬৫ রান করেছিলেন অধিনায়ক এমএস ধোনি।

২০১৯ সালের লড়াই

২০১৯ সালের লড়াই

২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। মেলবোর্নে সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ২৩০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। চার বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত। ১১৪ বলে ৮৭ রান করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

২০০৮ সালের সিরিজ

২০০৮ সালের সিরিজ

২০০৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ব্রিসবনে দ্বিতীয় ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছিল ভারতীয় ক্রিকেট দল। ১২১ বলে ৯১ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। ২ বল বাকি থাকতে ২৪৯ রানে অল আউট হয়েছিল অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার হয়ে ৪ উইকেট নিয়েছিলেন প্রবীণ কুমার।

English summary
Top five encounter of India and Australia on Aussie soil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X