For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেনে নিন আসন্ন আইপিএল-এর নিলামে অংশ নেওয়া কনিষ্ঠ এবং বর্ষীয়ান পাঁচ ক্রিকেটারকে, বয়স শুনলে চোখ কপালে উঠবে

চেনে নিন আসন্ন আইপিএল-এর নিলামে অংশ নেওয়া কনিষ্ঠ এবং বর্ষীয়ান পাঁচ ক্রিকেটারকে, বয়স শুনলে চোখ কপালে উঠবে

Google Oneindia Bengali News

আসন্ন আইপএল-এ কোন কোন ক্রিকেটারদের তোলা হবে তার চূড়ান্ত তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এই তালিকা রয়েছে মোট ৫৯০ জন ক্রিকেটারের নাম। আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি নিলামে এই ক্রিকেটারদের ভাগ্য পরীক্ষা করা হবে। পঞ্চদশ আইপিএল-এর আগে হতে চলা এই মেগা নিলামে যেমন বিশ্ব ক্রিকেটের বহু অভিজ্ঞ তারকাকে অংশ নিতে দেখা যাবে তেমনই অংশ নেবে বহু তরুণ প্রতিভা। এক নজরে দেখে নিন সব থেকে বেশি বয়সের এবং সব থেকে কম বয়সের পাঁচ ক্রিরেটার কারা।

নুর মহম্মদ (আফগানিস্তান):

নুর মহম্মদ (আফগানিস্তান):

১৭ বছর বয়সী এই ক্রিকেটার এ বারই প্রথম বার আইপিএল নিলামে উঠছেন। ২০১৯ সালে মিস আইনাক নাইটদের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় এই আফগান ক্রিকেটারের। ২০১৯ সালে পাগিজা লিগে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে বিশ ব্যাশ লিগে খেলানোর জন্য ২০২০ সালের ডিসেম্বরে তাঁকে সই করায় মেলবোর্ন রেনেগাডেজ। গত বছর চেন্নাই সুপার কিংস-এর নেট বোলার ছিলেন এই তরুণ। চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দু'টি উইকেটও পেয়েছেন তিনি।

ক্রিভিটসো কেন্সে (ভারত):

ক্রিভিটসো কেন্সে (ভারত):

১৬ বছর বয়সী নাগাল্যান্ডের এই লেগ স্পিনার মুম্বই ইন্ডিয়ান্সে সাপোর্ট প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তরুণ এই ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন নিজে থেকে, নিজের প্রচেষ্টা ক্রিকেটার হয়েছেন তিনি। শেন ওয়ার্নকে দেখে বোলিং স্কিলস শিখেছেন

আকিব খান (ভারত):

আকিব খান (ভারত):

১৮ বছর বয়সী উত্তরপ্রদেশের এই পেসার ইতিমধ্যেই দু'টি প্রথম শ্রেণির ম্যাচ, ৫টি লিস্ট এ ম্যাচ এবং ২টি টি-২০ ম্যাচ খেলেছেন।

সমীর রিজভি (ভারত):

সমীর রিজভি (ভারত):

১৮ বছর বয়সী উত্তরপ্রদেশের এই নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে ইতিমধ্যেই নজরকাড়া শুরু করেছেন। পাঁচ লিস্ট এ ম্যাচে করেছেন ৭৭ রান।

ইজহারউলহক নভীদ (আফগানিস্তা):

ইজহারউলহক নভীদ (আফগানিস্তা):

দ্বিতীয় আফগান ক্রিকেটার হিসেবে এই তালিকায় রয়েছেন নভীদ। ৭টি লিস্ট এ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন নভীদ। চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই স্পিনার এখনও পর্যন্ত দশটি উইকেট সংগ্রহ করেছেন।

ইমরান তাহির (দক্ষিণ আফ্রিগা):

ইমরান তাহির (দক্ষিণ আফ্রিগা):

সব থেকে বেশি বয়সী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন এই তারকা স্পিনার। ২০১৯-এর পর দক্ষিণ আফ্রিকার হয়ে না খেললেও টি-২০ লিগে ধারাবাহিকতা ধরে রেখেছেন তাহির। আইপিএল-এ ৫৯ ম্যাচে ৮২ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

ফিডেল এডওয়ার্ড (ওয়েস্ট ইন্ডিজ):

ফিডেল এডওয়ার্ড (ওয়েস্ট ইন্ডিজ):

প্রায় দুই দশক হয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত এই ক্যারিবিয়ান পেসার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একশোর বেশি ওডিআই ম্যাচে ২৪০ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। যদিও আইপিএল-এ খুব বেশি ম্যাচ তিনি খেলেননি। ২০০৯ সালে ছয়টি ম্যাচ খেলেছিলেন।

অমিত মিশ্র (ভারত):

অমিত মিশ্র (ভারত):

৩৯ বছর বয়সী অমিত মিশ্রকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আইপিএল-এ ১৬৬টি উইকেট রয়েছে অমিত মিশ্রর। গত বছর চার ম্যাচে ছয় উইকেট পেয়েছিলেন মিশ্র। নিলামে সব থেকে বেশি বয়সের ভারতীয় ক্রিকেটার অমিত।

শান্তাকুমারান শ্রীসান্থ (ভারত):

শান্তাকুমারান শ্রীসান্থ (ভারত):

৩৯ বছর বয়সী এই পেসার নির্বাসন কাটিয়ে সমস্ত অভিযোগ থেকে মুক্ত। ২০১৩ সালে শেষ বার আইপিএল খেলেছিলেন শ্রীসান্থ। আইপিএল-এ ৪৪টি ম্যাচে ৪০টি উইকেট রয়েছে একটা সময়ে ভারতীয় দলের জার্সিতে মাঠ কাঁপানো এই ক্রিকেটারের।

ডোয়েন ব্র্যাভো (ওয়েস্ট ইন্ডিজ):

ডোয়েন ব্র্যাভো (ওয়েস্ট ইন্ডিজ):

অমিত মিশ্রর মতোই ডোয়েন ব্র্যাভোরও নতুন করে কোনও পরিচিতির প্রয়োজন নেই। টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা এই ক্রিকেটার ১৫১ ম্যাচ খেলেছেন। ১৫১ ম্যাচে তাঁর সংগৃহীত রান ১৫৩৭। তিনি সংগ্রহ করেছেন ১৬৭টি উইকেট। গত মরসুমে সিএসকে-র হয়ে ১১ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৪৭ রান।

English summary
Mega Auction for IPL 2022 is set to happen in Bengaluru. BCCI has already disclosed the names of 590 players who are going to go under hammer. In this auction there are many youngsters and also many experienced custodians.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X