For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শীর্ষে কুম্বলে, সেকেন্ড বয় ভাজ্জি, অজি মহারণে জয়জয়কার ভারতেরই! কী বলছে পরিসংখ্যান

ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি যুদ্ধে সর্বাধিক উইকেট সংগ্রাহক কারা?

  • |
Google Oneindia Bengali News

অ্যাডিলেড ওভালে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে মোকাবিলা করার জন্য কোমর বাঁধছে ভারত এবং অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দিন-রাতের টেস্টে শেষ হাসি থাকবে কার মুখে, সে তো সময় বলবে। তবে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ যে এবার ক্যাঙারুর দেশে ফুল ফোটাতে পারে, তা মনেপ্রাণে বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে টেস্টে দুই দলের মুখোমুখি সাক্ষাতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কারা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

অনিল কুম্বলে

অনিল কুম্বলে

টেস্টে ভারত বনাম অস্ট্রেলিয়ার মুখোমুখি সাক্ষাতে উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন কিংবদন্তি অনিল কুম্বলে। অজি শিবিরের বিরুদ্ধে মাত্র ২০টি টেস্ট খেলে ১১১টি উইকেট নিয়েছেন জাম্বো। ম্যাচে ১০ উইকেট দশবার নিয়েছেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার। এক ইনিংস পাঁচ উইকেটও দশ বার নিয়েছেন গ্রেট কুম্বলে। দুই দেশের মধ্যে টেস্টে একশো এবং তার বেশি উইকেট নেওয়া একমাত্র বোলারও তিনিই।

হরভজন সিং

হরভজন সিং

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মোট ৯৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্স টেস্টে ঐতিহাসিক হ্যাটট্রিক সহ এক ম্যাচে তিন বার দশ উইকেট নিয়েছেন হরভজন সিং। অজিদের বিরুদ্ধে সাত বার পাঁচ উইকেট নিয়েছেন টার্বুনেটর।

নাথান লায়ন

নাথান লায়ন

ভারতের বিরুদ্ধে ১৮টি টেস্ট খেলে ৮৫ উইকেট নেওয়া অফ স্পিনার নাথান নায়ন তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচে একবার দশ উইকেট এবং ইনিংসে সাত বার পাঁচ উইকেট নিয়েছে লায়ন।

কপিল দেব

কপিল দেব

তালিকার চতুর্থ স্থানে থাকা কিংবদন্তি কপিল দেব ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৭৯টি উইকেট নিয়েছেন। অজি শিবিরের বিরুদ্ধে এক ইনিংসে সাত বার পাঁচ উইকেট নিয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক।

রবিচন্দ্রণ অশ্বিন

রবিচন্দ্রণ অশ্বিন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫টি টেস্ট ম্যাচ খেলে ৭৭টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় অফ স্পিনার।

৩৯তম জন্মদিনে বাবার হয়ে দুঃখপ্রকাশ যুবরাজের! কৃষক আন্দোলন নিয়ে ভিন্ন মত প্রাক্তন তারকার!৩৯তম জন্মদিনে বাবার হয়ে দুঃখপ্রকাশ যুবরাজের! কৃষক আন্দোলন নিয়ে ভিন্ন মত প্রাক্তন তারকার!

English summary
Top five wicket-takers in India vs Australia Border-Gavaskar test series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X