For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের ইতিহাসে সেরা পাঁচ অল-রাউন্ডারের তালিকা দেখে নেওয়া যাক

আইপিএলের ইতিহাসে সেরা পাঁচ অল-রাউন্ডারের তালিকা দেখে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

করোন ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। যদিও টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। প্রয়োজনে দর্শকশূন্য মাঠে আইপিএল আয়োজন করার আভাস দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জনপ্রিয় এই টুর্নামেন্টের পাঁচ সেরা অল-রাউন্ডারের তালিকা দেখে নেওয়া যাক।

শেন ওয়াটসন

শেন ওয়াটসন

অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য অল-রাউন্ডার শেন ওয়াটসন আইপিএলে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেছেন। এখন তিনি চেন্নাই সুপার কিংসের সদস্য। সব দল মিলিয়ে এই টুর্নামেন্টে ৩৫৭৫ রান করেছেন শেন। ৯২টি উইকেট নিয়েছেন অজি অল-রাউন্ডার।

ডোয়াইন ব্রাভো

ডোয়াইন ব্রাভো

ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার ডোয়াইন ব্রাভোর আইপিএল কেরিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে শুরু হলেও, চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিনি সবচেয়ে বেশি সফল। ডেথ ওভার স্পেশালিস্ট এই অল-রাউন্ডার টুর্নামেন্টে ১৪৭টি উইকেট নেওয়ার পাশাপাশি ১৪৮৩ রান করেছেন।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

ভারত তথা বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসা। আইপিএলে ১৯২৭ রান করার পাশাপাশি ১০৮টি উইকেট নিয়েছেন জাদু।

জ্যাক কালিস

জ্যাক কালিস

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জ্যাক কালিসকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। মোট ৯৮ ম্যাচ খেলে ২৪২৭ রান করার পাশাপাশি ৬৫টি উইকেট নিয়েছেন কালিস।

কাইরন পোলার্ড

কাইরন পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক তথা অল-রাউন্ডার কাইরন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের ছেলে হয়ে গিয়েছে। আইপিএলে ৫৬টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৭৫৫ রান করেছেন ক্যারিবিয়ান তারকা।

English summary
Top five all-rounder in the history of Indian Premier League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X